শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারতীয় শিল্পের গুণগত মান এবং উৎপাদনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে ওয়েবিনারের মাধ্যমে একটি ম্যারাথন "উদ্যোগ মন্থন" ৪ জানুয়ারি থেকে ২০ মার্চ ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে

Posted On: 03 JAN 2021 12:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ জানুয়ারি, ২০২১
 
ভারতীয় শিল্পের গুণগত মান এবং উৎপাদনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে ওয়েবিনারের মাধ্যমে একটি ম্যারাথন "উদ্যোগ মন্থন" ৪ জানুয়ারি থেকে ২০ মার্চ ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য  মন্ত্রকের অধীন প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেড, ডিপি আইআইটি- র সঙ্গে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল প্রডাক্টিভিটি কাউন্সিল, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ও ইন্ডাস্ট্রি চেম্বারের সম্মিলিত উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারের মাধ্যমে আয়োজিত ম্যারাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ৬ জানুয়ারি ভাষণ দেবেন।
 
প্রতিটি ওয়েবিনারে দু'ঘণ্টা ধরে অধিবেশন চলবে। যেখানে বিভিন্ন ক্ষেত্রে শিল্প বিশেষজ্ঞরা তাঁদের বক্তব্য পেশ করবেন। প্রতিটি অধিবেশন ইউটিউবের মাধ্যমে সরাসরি প্রচারিত হবে‌। "ভোকাল ফর লোকাল" এবং "আত্মনির্ভর ভারত" কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এই ম্যারাথনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। মূলত ভারতীয় শিল্পের গুণগতমান এবং উৎপাদনশীলতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে।
 
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল কিছুদিন আগেই শিল্পের গুণগতমান ও উৎপাদনশীলতা বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য ভারতীয় শিল্প সংস্থা গুলির কাছে আবেদন জানিয়েছেন।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1685811) Visitor Counter : 84


Read this release in: Marathi , Punjabi , Tamil , Malayalam