প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় বিমানবাহিনী ই- গভর্নেন্স (ই- অফিস) পোর্টাল চালু করল

Posted On: 31 DEC 2020 5:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২১
 
ভারতীয় বিমানবাহিনীর প্রধান চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া আজ দিল্লির বায়ু ভবনে আনুষ্ঠানিকভাবে এই বাহিনীর নিজস্ব ই- গভর্নেন্স ( ই- অফিস) পোর্টালের উদ্বোধন করেন।
 
 ডিজিটাল ভারত তথা ই-গভর্নেন্স ক্ষেত্রে প্রবেশ করার মাধ্যমে এই বাহিনীতে কাগজপত্র ছাড়া অফিস চালানোর প্রক্রিয়ার সূচনা হলো। 
 
এবার থেকে ভারতীয় বায়ুসেনা অফিসের কাজকর্ম এবং ফাইলপত্র সহ যোগাযোগের সমস্ত মাধ্যম হিসেবে ই- গভর্নেন্স ব্যবহার করা হবে। 
 
এতে স্বচ্ছতা বজায় থাকবে বলেও বাহিনী মনে করছে।
 
২০২০ সালের ২০ এপ্রিল এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল। সেই কাজ সম্পূর্ণ হয়েছে ২০২১'এর ১ জানুয়ারি।
 
***
 
 
CG/SB

(Release ID: 1685359) Visitor Counter : 156