উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

উত্তর- পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের ২০২০ বর্ষশেষের পর্যালোচনা

प्रविष्टि तिथि: 31 DEC 2020 12:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২০
 
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নসংক্রান্ত মন্ত্রকের ২০২০ বর্ষশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় গুলির মধ্যে রয়েছে-
 
১) উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকার ২০২০র জানুয়ারিতে মোট বরাদ্দের পরিমান ৩০ শতাংশ বৃদ্ধি করেছে। যে অর্থ অনুন্নত এলাকার উন্নয়নে ব্যয় করা হয়েছে।
 
২) উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের ১০০ শতাংশ কাজকর্ম ই-অফিসের মাধ্যমে করা সম্ভব হয়েছে। এর ফলে কোভিড জনিত পরিস্থিতিতে এই মন্ত্রকের কাজকর্ম সুরক্ষার সাথে করা সম্ভব হয়েছে।
 
৩) উত্তর-পূর্বাঞ্চলের বাঁশ ভিত্তিক ক্ষেত্র বা বাম্বু সেক্টরে উন্নয়ন ঘটনা হয়েছে। ওইসব রাজ্যে প্রায় ৩৫ শতাংশ এলাকায় বাম্বু সেক্টর রয়েছে। এর পাশাপাশি সরকার বাঁশ আমদানি বাবদ কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে।
 
আগামী মাসে জম্মু, কাটরা এবং সাম্বায় আগরবাতি তৈরির জন্য তিনটি বাম্বু ক্লাস্টার গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে প্রত্যক্ষভাবে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটবে।
 
৪) গন্তব্য উত্তর-পূর্বাঞ্চল- এই কর্মসূচিতে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। যার উদ্দেশ্যই ছিল উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব।
 
৫) কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রকের ২০২০ সাফল্য নিয়ে একটি পুস্তিকা এবং তার ই-ভার্শনের উদ্বোধন করেছেন। যে পুস্তিকায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি  সড়ক, রেল ও বিমান যোগাযোগ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
 
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের মধ্যে রয়েছে ৯২৬৫ কোটি টাকা ব্যয়ে ইন্দ্রধনুস গ্যাস গ্রিড প্রোজেক্টের অনুমোদন। অরুণাচল প্রদেশে গ্রীনফিল্ড হলঙ্গি বিমানবন্দরের অগ্রগতি, এই বিমানবন্দর তৈরির জন্য ৯৫৫.৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে কাজ ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরায় যাতায়াতের সুবিধার্থে বেলোনিয়া থেকে সাব্রুম পর্যন্ত ৩৯ দশমিক ১২ কিলোমিটার রেলপথ তৈরির কাজ সমাপ্তি হয়েছে।
 
৬) কৃষি উদ্যান গঠন। বাগডোগরা, গুয়াহাটি এবং আগরতলা বিমানবন্দর দিয়ে কৃষিজ পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
 
৭) ২০২০-২১ আর্থিক বছরে উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির উন্নয়নের ক্ষেত্রে বাজেটের পরিমাণ প্রায় ১৪ শতাংশ বাড়িয়ে ৩০৪৯ কোটি টাকা করা হয়েছে।
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1685156) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , हिन्दी , Assamese , Punjabi , Tamil