প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর কথা

प्रविष्टि तिथि: 22 DEC 2020 5:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ টেলিফোনে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার কিসি নবুওর কথা হয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শ্রী সিং তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে, কোভিড জনিত বর্তমান পরিস্থিতিতে দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
 
দু'দেশের মন্ত্রী এই অঞ্চলের সুরক্ষা পরিস্থিতি এবং উপকূলবর্তী বিষয়ে একটি অবাধ ও উন্মুক্ত আইনের অনুশাসনের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। মন্ত্রীদ্বয় জিমেক্স- ২০২০, মালাবার- ২০২০- সফল পরিচালনা এবং জেএএসডিএফে'র চিফ অফ স্টাফের ভারত সফর কে স্বাগত জানিয়েছেন। 
 
তাঁরা দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও পারস্পরিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।টেলিফোনের মাধ্যমে কথোপকথনের সময় মন্ত্রীরা বিভিন্ন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।এর পাশাপাশি ভারত ও জাপানের বিশেষ কৌশল গত ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তিতে সশস্ত্র বাহিনীর মধ্যে জড়িত সম্পর্ক আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা সম্মত হন যে, সাম্প্রতিক কালে উভয় দেশ প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার আশায় রয়েছে।
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1682808) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Odia , Tamil