শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত-অস্ট্রেলিয়া কৌশলগত প্রতিবেদন প্রকাশ করেছেন শ্রী পীযুষ গোয়েল

Posted On: 18 DEC 2020 1:44PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮ ডিসেম্বর, ২০২০

                রেল, শিল্প বাণিজ্য, উপভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন দপ্তরের মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল আজ বলেছেন, ভারতে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। এদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের নীতিগুলি সহজ করা হয়েছে। সিআইআই-এর একটি অনুষ্ঠানেভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক আর্থিক বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করা- শীর্ষক আলোচনা চক্রে তিনি বলেছেন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আরও বিনিয়োগের জন্য আমরা এখন কৃষি ক্ষেত্রকেও উন্মুক্ত করেছি। মন্ত্রী ভারত-অস্ট্রেলিয়া আর্থিক কৌশলগত প্রতিবেদনও এই অনুষ্ঠানে প্রকাশ করেছেন।

    তিনি বলেছেন আমাদের প্রত্যক্ষ বিদেশী নীতিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা প্রতি মুহুর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে বিদেশী বিনিয়োগকারীদের সবরকমের সাহায্য করা যায়। মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মতো নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। সুষম বাণিজ্যিক সম্পর্কের জন্য প্রতিরক্ষা,ক্রীড়া, বস্ত্র, ডিজিটাল গেম, অ্যানিমেশন, জল ব্যবস্থাপনা, বাণিজ্যিকভাবে জাহাজ নির্মাণ এবং শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগের মতো বিষয়গুলিতে এদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    শ্রী গোয়েল বলেছেন, সম্প্রতি শ্রম সংস্কারের ফলে শ্রম ক্ষেত্রে নিয়মাবলী এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। নতুন ব্যবস্থায় ভারতে পর্যটন ক্ষেত্র প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এদেশে পর্যটন প্রকল্পগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি বলেছেন, এদেশের কৃষকরা যাতে আরও বেশি অর্থ রোজগার করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমাদের কৃষি পণ্যকে বিদেশের সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রী গোয়েল এই প্রসঙ্গে ব্যবসা বাণিজ্যে  তিনটি লক্ষ্যের কথা উল্লেখ করেছেনঃ- ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরো বৃহৎ উদ্যোগ, অনুকূল পরিস্থিতি এবং সুষম বাণিজ্যিক সম্পর্ক। দুটি দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রচুর অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।  

এই মহামারীর আবহে মন্ত্রী আরো বলেছেন অর্থনৈতিক কাজকর্মকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিল্প সংস্থাগুলি যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।  অর্থনীতি এখন “ভি” অভিমুখে অর্থাৎ উত্থান থেকে পুতনের পর আবারো উত্থানের দিকে এগিয়ে চলেছে। " কোভিদ ১৯ এর প্রেক্ষিতে ভারত যে সুযোগ পেয়েছে সেটিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে আরো মুক্ত করা হয়েছে। এ দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানান সুবিধা আনা হয়েছে। আমরা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বে সবথেকে মুক্ত অর্থনীতির ব্যবস্থা করেছি।  এর ফলে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করার পূর্ণ সুযোগ তৈরি হয়েছে ।    

মন্ত্রী বলেছেন অস্বচ্ছ অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে পণ্যসামগ্রীর জোগান দেওয়ার জন্য সময়, নানান ঝুঁকি থেকেই যায় । এক্ষেত্রে সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া এবং ভারত বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে বর্তমানে আগের চাইতেও আরো নিবিড় ভাবে কাজ করে চলেছে౼ তা সে মালাবার মহড়া হোক কিংবা কোয়াড গোষ্ঠীর সদস্যদের মধ্যে কাজ করা।   

শ্রী গোয়েল বলেছেন অস্ট্রেলিয়া কৌশলগত প্রতিবেদনটির মাধ্যমে আমাদের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক নীতির ক্ষেত্রে এগিয়ে চলায় ভবিষ্যতে সুবিধে হবে।  আমরা সহযোগিতা ভালো দিকগুলিকে চিহ্নিত করতে পারব, যার মধ্য দিয়ে বিভিন্ন আলোচনা চালানোর সময় যথাযথ উদ্যোগ গ্রহণ করা যাবে আর এর মধ্য দিয়ে সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির দিকে এগোনো সম্ভব হবে।

 

***

 

CG/CB/NS



(Release ID: 1681758) Visitor Counter : 236