অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামনের পৌরহিত্যে আর্থিক স্থায়িত্ব ও উন্নয়ন পর্ষদের ২৩-তম বৈঠক

Posted On: 15 DEC 2020 5:03PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামনের পৌরহিত্যে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্থিক স্থায়িত্ব ও উন্নয়ন পর্ষদের ২৩-তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, অর্থ সচিব ডঃ অজয় ভূষণ পান্ডে, তথ্যপ্রযুক্তি দপ্তরের সচিব শ্রী অজয় প্রকাশ সাহানি, অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব শ্রী দেবাশীষ পান্ডা, কর্পোরেট বিষয়ক সচিব শ্রী তঙহিনকান্ত পান্ডে সহ অর্থ মন্ত্রকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সামষ্টিকভাবে অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক স্হিতিশীলতা সম্পর্কিত সমস্যা গুলি নিয়ে পর্যালোচনা করা হয়। সরকারের নীতিগত ভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলি প্রতিফলিত হয়ে দেশের আর্থিক পুনরুদ্ধারের বিষয়টি সুনিশ্চিত করেছে। ফলস্বরূপ ২০২০-২১এর কিউ-টুতে জিডিপির হারের সংকোচন ঘটেছে। অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রকের জমা দেওয়া বাজেট নিয়েও পর্ষদের সভায় উত্থাপন করা হয়।
 
***
 
 
CG/SB


(Release ID: 1680930) Visitor Counter : 193