মানবসম্পদবিকাশমন্ত্রক

শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে কেভিএস প্রতিষ্ঠা দিবস -২০২০ তে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন

Posted On: 15 DEC 2020 5:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২০

 

শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)এর প্রতিষ্ঠা দিবসে  ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব শ্রীমতি  অনিতা কারওয়াল, কেভিএস কমিশনার শ্রীমতী নিধি পান্ডে এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা  উপস্থিত ছিলেন।

 

 মন্ত্রী বলেন, কেন্দ্রীয় বিদ্যালয়গুলি প্রকৃত অর্থে ভারতের আসল চিত্র উপস্থাপন করে। কারণ এই বিদ্যালয়ে গ্রাম, শহর, ধনী, দরিদ্র প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করতে পারে।  কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাত্মক উন্নয়নের জন্য প্রদত্ত সুযোগগুলি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে আলাদা করে তোলে।  তিনি আরও জানান, আজ কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক, খেলাধুলা, বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছেন। 

 

শ্রী ধোতরে বলেন যে, নতুন শিক্ষানীতিতে ভবিষ্যত প্রজন্মকে ভাল ও সচেতন নাগরিক হিসাবে প্রস্তুত করার দিকে জোর দেওয়া হয়েছে।  কেভিএস নতুন শিক্ষা নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও  তিনি জানান।  মন্ত্রী বলেন  যে, সামাজিক কারণ সম্পর্কিত যে কোনও ভাল উদ্যোগ সর্বদা কেন্দ্রীয় বিদ্যালয় দিয়ে শুরু হয়। পরিবেশ সুরক্ষা হোক বা এক ভারত শ্রেষ্ঠ ভারত- কেন্দ্রীয় বিদ্যালয়গুলি এই সমস্ত উদ্যোগ কার্যকরী করে তুলতে  গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছে।  তিনি বলেন  কেন্দ্রীয় বিদ্যালয়গুলি  স্বনির্ভর ভারত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 

 কেভিএস  কমিশনার শ্রীমতি নিধি পান্ডে বলেন যে, ১৯৬৩ সালে ২০টি রেজিমেন্টাল স্কুল নিয়ে কেভিএস যাত্রা শুরু করেছিল, এখন সারা দেশে ১২৪৫ টি বিদ্যালয়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা শিক্ষা পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন  সিবিএসই'র আওতায় এ বছরে কেভিএসে দ্বাদশ শ্রেণিতে পাসের হার  ৯৮.৬২ শতাংশ।

 

 শ্রীমতি  পান্ডে বলেন যে, কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য খেলাধুলা এবং শারীরিক ক্রিয়াকলাপের প্রতি সর্বাত্মক গুরুত্ব দিয়ে  কাজ করছে। একইভাবে, অটল টিঙ্কারিং ল্যাব, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের মতো কর্মসূচির মাধ্যমে বৈজ্ঞানিক ভাবধারায়  নজর দেওয়া হয়েছে।  তিনি আরও জানান  যে কেভিএস জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে সম্পূর্ণরূপে সহয়তা প্রদান করবে।

***

 

 

CG/SS



(Release ID: 1680871) Visitor Counter : 134