আয়ুষ
উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ২০০টি আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র খোলার অনুমোদন দিল
Posted On:
15 DEC 2020 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত প্রকল্প জাতীয় আয়ুষ মিশনের মাধ্যমে আয়ুষ মন্ত্রক উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ২০০টি নতুন আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র খোলার অনুমতি দিল। এ বিষয়ে নতুন দিল্লির অরবিন্দ লাল বন্দনা লাল ফাউন্ডেশন উত্তরাখণ্ডের আয়ুষ বিভাগকে সহায়তা করবে। এ সংক্রান্ত বিষয়ে গত ১০ ডিসেম্বর একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উত্তরাখণ্ড সরকারের আয়ুষ বিভাগের সচিব, যুগ্ম-সচিব ও অধিকর্তার সঙ্গে অরবিন্দ লাল বন্দনা লাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অরবিন্দ লালের নতুন দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার সারাদেশে ২০২৩-২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে মোট ২২,৫০০টি আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
***
CG/SB
(Release ID: 1680863)
Visitor Counter : 110