ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এমএসএমই মন্ত্রক দেওয়ালিতে উপভোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেছে আত্মনির্ভরতার জন্য তাঁদের উদ্যোগ দেশের পক্ষে সহায়ক

Posted On: 15 DEC 2020 12:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং স্থানীয় পণ্য কেনার জন্য ভোকাল ফর লোকালের আহ্বানে সাড়া দিয়ে দেশে খাদি সহ স্থানীয় এবং গ্রামীণ শিল্পের সামগ্রী বিক্রি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বছরের দীপাবলিতে স্থানীয় পণ্যের বিক্রি রেকর্ড হারে বেড়েছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) মন্ত্রকের সামাজিক মাধ্যমের সাহায্য প্রচারও এক্ষেত্রে সহায়ক হয়েছে।

স্থানীয় শিল্পীদের বিভিন্ন পণ্যসামগ্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্ত্রক উৎসবের মরশুমের আগে থেকে প্রচার চালিয়েছে। 'উজালে ইন উমিদোঁ কোএবং '#msmechampions’ – এই দুটি ব্যবস্থার মাধ্যমে এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানীয় পণ্যের প্রচার চালানোর ফলে যথেষ্ট সাফল্য পাওয়া গেছে এবং এইসব সামগ্রীগুলি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।

বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এই বিষয়ের পোষ্টগুলি দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-

Microsoft Word - Social Media Videos about Ujale in umeedon ke.docx (pib.gov.in)

 

২০১৯- বিক্রি হওয়া পণ্যসামগ্রীর তুলনায় বছরের দীপাবলিতে এই ধরণের সামগ্রী প্রায় ৩০০ শতাংশ বিক্রি বেড়েছে। খাদি গ্রামোদ্যোগ কমিশনের দিল্লি উত্তরপ্রদেশে বিক্রির পরিমাণ ২১ কোটি টাকা - চারগুণ বৃদ্ধি পেয়েছে, গত বছর যা ছিল কোটি টাকা। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও খাদি, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, মধু, ধাতুর তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, খাদ্যসামগ্রী, সুতি রেশমের বস্ত্র, পশম এবং সীবনের কাজের জিনিস যথেষ্ট পরিমাণে বেশি বিক্রি হয়েছে।

 

খাদি সামগ্রী সহ ক্ষুদ্র গ্রামীণ শিল্পের বিভিন্ন সামগ্রী বিক্রির ফলে সংশ্লিষ্ট পণ্য উৎপাদকদের কোভিড-১৯ মহামারীর মধ্যেও যথেষ্ট সুবিধা হয়েছে। বিক্রয় কেন্দ্রগুলিতে লকডাউনের মধ্যেও শারীরিক দূরত্ব বজায় রেখে এই কেনাবেচার কাজ চলেছে। এর পাশাপাশি, খাদি গ্রামোদ্যোগ শিল্প কমিশন এবং এমএসএমই, ফেসমাস্ক সহ হ্যান্ড স্যানিটাইজার এবং কোভিড-১৯ মোকাবিলার বিভিন্ন সামগ্রী বিক্রি করেছে।

 

মন্ত্রক ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের কোটি পরিবারের সদস্যদের জন্য মন্ত্রক বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী উৎপাদনে উৎসাহিত করেছে। দীপাবলির সময় স্থানীয় পণ্য কেনার মধ্য দিয়ে হস্তশিল্পীদের তৈরি সামগ্রীর প্রতি দেশবাসীর ভালোবাসা আরও একবার বোঝা গেছে। মন্ত্রক আশাবাদী ভবিষ্যতেও এই বিক্রি অব্যাহত থাকবে। এর ফলে, সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যে বিপুল সংখ্যক কারিগর যুক্ত রয়েছেন, তাঁদের জীবন জীবিকার সুবিধা হবে। একাজে ডিজিটাইজেশন, বৈদ্যুতিন প্রক্রিয়ায় লেনদেন সহ অত্যাধুনিক নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এইসব সামগ্রী দেশে বিদেশে বিক্রি হতে পারে।

উজালে ইন উমীদো কে-র ভিডিওটি দেখতে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করুনঃ-

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MSMEVideoUjaleInUmmedonKe.mp4

***

 

 

CG/CB/DM


(Release ID: 1680795) Visitor Counter : 185