অর্থমন্ত্রক

জিএসটি-র ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে সপ্তম পর্বে ৬ হাজার কোটি টাকার ঋণের অর্থ দেওয়া হয়েছে

Posted On: 14 DEC 2020 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৪ ডিসেম্বর, ২০২০
 
জিএসটি-র ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে সপ্তম সপ্তাহের কিস্তির ৬ হাজার কোটি টাকার ঋণের অর্থ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৩টি রাজ্যকে ৫৫১৬.৬ কোটি টাকা দেওয়া হয়েছে। দিল্লী, জম্মু-কাশ্মীর ও পুদুচেরী- এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল, যাদের বিধানসভা রয়েছে এবং যারা জিএসটি পরিষদের সদস্য তাদের ৪৮৩.৪ কোটি টাকা দেওয়া হয়েছে। অরুণাচলপ্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের জিএসটি ঘাটতি নেই। 
 
কেন্দ্র অক্টোবর মাসে জিএসটি-র ১.১ লক্ষ কোটি টাকার রাজস্ব ঘাটতি মেটাতে বিশেষ ঋণদান প্রকল্পের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য অর্থ ধার হিসেবে নেবে। ইতিমধ্যে ৭টি পর্যায়ে ঋণ দেওয়া হয়েছে- ২৩শে অক্টোবর, দোশরা নভেম্বর, ৯ই নভেম্বর, ২৩শে নভেম্বর, পয়লা ডিসেম্বর, ৭ই ডিসেম্বর ও ১৪ই ডিসেম্বর। রাজ্যগুলির জন্য এই সপ্তাহে সপ্তম কিস্তির অর্থ দেওয়া হল। এই ঋণের সুদের হার ৫.১৩৪৮ শতাংশ। কেন্দ্র এ পর্যন্ত এই ব্যবস্থাপনায় ৪.৭৭১২ শতাংশ হারে সুদে  মোট ৪২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।  
 
এই বিশেষ ঋণের প্রকল্পের পাশাপাশি জিএসটি-র ঘাটতি মেটাতে কেন্দ্র রাজ্যগুলিকে তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫ শতাংশ হারে ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে। এই ব্যবস্থাপনাকে অপশন-১ বলা হচ্ছে। সমস্ত রাজ্যগুলি অপশন-১ ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরফলে ২৮টি রাজ্য তাদের মোট অভ্যন্তরীণ উপাদনের ০.৫ শতাংশ হারে ১,০৬,৮৩০ কোটি টাকা ঋণ নেবার অনুমতি পেয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ অপশন-১ থেকে ৬৭৮৭ কোটি টাকা এবং বিশেষ ঋণদান ব্যবস্থা থেকে ৭৩৪.৬৮ কোটি টাকা, ত্রিপুরা অপশন-১ থেকে ২৯৭ কোটি টাকা এবং বিশেষ ঋণদান ব্যবস্থা থেকে ১০৩.৫ কোটি টাকা ও আসাম অপশন-১ থেকে ১৮৬৯ কোটি টাকা ও বিশেষ ঋণদান ব্যবস্থা থেকে ৪৫৪.৩৬ কোটি টাকা  ঋণ নিয়েছে।   
 
***
 
 
CG/CB/NS


(Release ID: 1680646) Visitor Counter : 139