শিল্পওবাণিজ্যমন্ত্রক

নভেম্বর মাসে ভারতের পাইকারি মূল্য সূচক

Posted On: 14 DEC 2020 12:00PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪ ডিসেম্বর, ২০২০

    শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরে অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে নভেম্বর মাসে (প্রাথমিক) এবং সেপ্টেম্বর মাসের (চূড়ান্ত) পাইকারি মূল্য সূচক প্রকাশ করা হয়েছে। পাইকারি মূল্য সূচকের প্রাথমিক পরিসংখ্যান প্রতি মাসের ১৪ তারিখ (অথবা পরবর্তী কাজের দিন) দু সপ্তাহ অন্তর প্রকাশ করা হয়ে থাকে। অবশ্য ১০ সপ্তাহ পর চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়। 

    প্রকাশিত তথ্য অনুযায়ী মাসিক পাইকারি মূল্য সূচকের ওপর ভিত্তি করে গতবছররে  নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে মূদ্রাস্ফিতির হার ০.৫৮ শতাংশ থেকে বেড়ে  প্রাথমিকভাবে  ১.৫৫ শতাংশে দাঁড়িয়েছে।

    একইভাবে প্রাথমিক পণ্য সামগ্রীর পাইকারি মূল্য সূচক চলতি বছরের অক্টোবর মাসে প্রাথমিকভাবে  ১৫২.৪ থেকে কমে নভেম্বরে প্রাথমিকভাবে  ১৫১.২ হয়েছে। খাদ্য সামগ্রী ব্যতীত  এমন পণ্যের মূল্য চলতি বছরের অক্টোবরের থেকে নভেম্বরে ৬.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খনিজ দ্রব্য, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ও খাদ্য সামগ্রীর মূল্য সূচক চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে। চলতি বছরের নভেম্বরে খনিজ দ্রব্যের মূল্য সূচক -১৩.১৯ শতাংশ, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য সূচক -১১.১১ শতাংশ ও খাদ্য সামগ্রীর মূল্য সূচক -০.৮২ শতাংশ কমেছে। 

    জ্বালানী ও শক্তি ক্ষেত্রে চলতি বছরের নভেম্বর মাসে পাইকারি মূল্য সূচক অক্টোবর মাসে প্রাথমিকভাবে ৯১.১ থেকে বৃদ্ধি পেয়ে ৯১.৩ হয়েছে। চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে খনিজ তেলের মূল্য ০.৩৯ শতাংশ এবং কয়লার মূল্য ০.০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্যের কোনও পরিবর্তন হয়নি।

    চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে উৎপাদিত পণ্যের সূচক ১২০.৩ থেকে ০.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২১.৩ হয়েছে। ১৮টি ক্ষেত্রে  খাদ্য সামগ্রী উৎপাদন  মূল্য বৃদ্ধি পেয়েছে। 

    ***

 

CG/SS/NS


(Release ID: 1680640) Visitor Counter : 162