ভূ-বিজ্ঞানমন্ত্রক

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণিঝড় ‘বুরেভি’ (দক্ষিণ তামিলনাডু এবং দক্ষিণ কেরল উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতা : হলুদ সতর্কতা)

Posted On: 02 DEC 2020 9:37AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২০
 
ভারতীয় আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণিঝড় ‘বুরেভি’ ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ভোর সাড়ে পাঁচটার সময় এর অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে প্রায় ২৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, ভারতের পাম্বান থেকে ৪৭০ কিলোমিটার পূর্ব - দক্ষিণ পূর্বে এবং কন্যাকুমারী থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্ব।
 
ঘূর্ণিঝড় বুরেভি আগামী ১২ ঘন্টায় আরও ঘণিভূত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং দোসরা ডিসেম্বর সামুদ্রিক ঘূর্ণিঝড় হিসাবে বুরেভি সন্ধ্যা-রাতের দিকে উত্তর ত্রিঙ্কোমালি কাছাকাছি স্থলভূমিতে প্রবেশ করবে। স্থলভূমিতে প্রবেশের সময় এই ঘূর্ণিঝড়ের ঘন্টায় গতিবেগ হবে ৮০-৯০ কিলোমিটার। কখনও কখনও তা ঘন্টায় ১০০ কিলোমিটারও হতে পারে। এরপর, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম – উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হতে পারে। পরে, সেটি মান্নার উপসাগরে এবং সংলগ্ন কোমোরিন এলাকায় আগামী তেসরা ডিসেম্বর সকাল নাগাদ পৌঁছতে পারে।
 
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণ তামিলনাডুর একাধিক এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি, তেসরা ডিসেম্বর দক্ষিণ কেরলের তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুজাহ্‌ সহ একাধিক স্থানে বিক্ষপ্তভাবে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর তামিলনাডু, পন্ডিচেরী, মাহে ও কারাইকল সহ উত্তর কেরলের বিভিন্ন এলাকায় ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোনও কোনও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অন্ধ্র উপকূলে আজ ও কাল এবং লাক্ষাদ্বীপে ৩ ও ৪ তারিখ বিক্ষিপ্তভাবে কোনও কোনও অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে।
 
দক্ষিণ তামিলনাডুর বিভিন্ন এলাকায় আগামীকাল অতিভারী বৃষ্টির পূর্বাভাষ থাকায় আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। দক্ষিণ কেরলের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ অন্ধ্র উপকূল ও লাক্ষাদ্বীপে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ থাকায় আজ থেকে ৪ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, উত্তর ও দক্ষিণ কেরল, উত্তর তামিলনাডু, পন্ডিচেরী এবং কারাইকলের জন্য আজ ও আগামী দু’দিন প্রবল বর্ষণের পূর্বভাষ থাকায় গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে।
 
ঘূর্ণিঝড় বুরেভি’র দরুণ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সহ পূর্ব শ্রীলঙ্কা উপকূল লাগোয়া এলাকায় আগামীকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। আগামীকালের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই প্রেক্ষিতে মৎস্যজীবীদের আজ থেকে আগামী ৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 
***
 
 
CG/BD/SB

(Release ID: 1677722) Visitor Counter : 186