শিল্পওবাণিজ্যমন্ত্রক

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং ইনভেস্ট ইন্ডিয়ার উদ্যোগে দেশে বিনিয়োগের জন্য মানচিত্র প্রকাশ

Posted On: 26 NOV 2020 12:50PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৬ নভেম্বর, ২০২০
 
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এবং বিনিয়োগ ভারত বা ইনভেস্ট ইন্ডিয়ার যৌথ উদ্যোগে দেশে ১৮টি এলাকাকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ অঞ্চল হিসাবে চিহ্নিত করে মজবুত উন্নয়নের লক্ষ্যে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। এই ধরনের মানচিত্র দেশে প্রথম বলে ইনভেস্ট ইন্ডিয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দীপক বাগলা জানিয়েছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ভারতে নিযুক্ত প্রতিনিধি সোকো নোডা জানান, কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতে এই ধরনের মানচিত্র প্রকাশ করা হয়েছে।
 
নতুন এই বিনিয়োগ মানচিত্রে দেশের ১৮টি স্থানকে চিহ্নিত করা হয়েছে। যেখানে লগ্নি করা সম্ভব। এরমধ্যে ছটি স্থানকে চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত বিলগ্নীকরণ সম্ভব। এইসব অঞ্চলে বিনিয়োগ সম্ভব হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
 
***
 
 
CG/SB


(Release ID: 1676240) Visitor Counter : 212