অর্থমন্ত্রক
ট্যাক্স অডিট রিপোর্ট আপলোড করার সময় আইসিএআই পোর্টাল থেকে প্রাপ্ত ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাই করে দেখবে সিবিডিটি
Posted On:
26 NOV 2020 6:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬শে নভেম্বর, ২০২০
সবধরণের সার্টিফিকেট / ট্যাক্স অডিট রিপোর্ট এবং অন্যান্য নথিপত্র যেগুলি বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময় প্রয়োজন হয় সেই সমস্ত বিষয়ে আইসিএআই –এর ওয়েবসাইট (www.icai.org) থেকে প্রাপ্ত ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর পাওয়ার বিষয়টি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া (আইসিএআই) –এর গত ২০১৯ এর দোসরা আগস্ট এক গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নন এমন ভুয়ো ব্যক্তি যারা নিজেদেরকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়ে ট্যাক্স অডিট রিপোর্ট সংক্রান্ত সার্টিফিকেট দিয়ে থাকেন, তা দূর করতেই ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাই করার সিদ্ধান্ত হয়েছে।
অন্যান্য সরকারী সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে আয়কর বিভাগের চালু উদ্যোগগুলির মধ্যে সামঞ্জস্য রাখতে আয়কর বিভাগের ই-রিটার্ন দাখিল পোর্টালটি আইসিএআই-এর পোর্টালের সঙ্গে সংযুক্ত হয়েছে। দুই প্রতিষ্ঠানের পোর্টালের মধ্যে এই সংযুক্তির ফলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মাধ্যমে আইসিএআই পোর্টালে নথিপত্র সংক্রান্ত শংসাপত্র পাওয়ার সময় যে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া যাবে তার বৈধতা যাচাই করে দেখা সহজ হবে।
উল্লেখ করা যেতে পারে যে, উপরোক্ত আইডেন্টিফিকেশন নম্বরের যাচাই প্রক্রিয়ার সঙ্গে সংঙ্গতি রেখে আয়কর বিভাগ ই-রিটার্ন দাখিল পোর্টালে ইতিমধ্যেই প্রাপ্ত ঐ আইডেন্টিফিকেশন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে। গত ২৭শে এপ্রিল থেকে আইডেন্টিফিকেশন নম্বরটি উল্লেখ করা বাধ্যতামূলক হয়েছে। এর ফলে ত্রুটিপূর্ণ ট্যাক্স অডিট রিপোর্ট বা জাল রিপোর্ট তৈরি করা দূর হবে। এমনকি আইসিএআই – এর সঙ্গে সম্পূর্ণ যাচাইয়ের পরই এই রিপোর্ট পাওয়া যাবে।
যদি কোনো কারণ বশত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অডিট রিপোর্ট বা কর সংক্রান্ত সার্টিফিকেট দাখিল করার পূর্বে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আয়কর বিভাগের ই-রিটার্ন দাখিল পোর্টালে অডিট রিপোর্ট / সার্টিফিকেট জমা করার অনুমতি মিলবে। তবে, সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে আয়কর বিভাগের ই-রিটার্ন দাখিল পোর্টালে অডিট রিপোর্ট / সার্টিফিকেট জমা করার ১৫টি কর্মদিবসের মধ্যে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর সংগ্রহ করে তা আইসিএআই – এর পোর্টালে উল্লেখ করতে হবে। যদি ১৫টি কর্মদিবসের মধ্যে ঐ নম্বর আইসিএআই –এর পোর্টালে উল্লেখ করা না হয়, তাহলে আয়কর বিভাগের ই-রিটার্ন দাখিল পোর্টালে জমা করা সমস্ত অডিট রিপোর্ট বা কর সংক্রান্ত সার্টিফিকেটগুলি অবৈধ বলে বিবেচিত হবে।
***
CG/BD/SFS
(Release ID: 1676207)
Visitor Counter : 203