মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
কেন্দ্রীয় মন্ত্রিসভা বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। মেসার্স এটিসি এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের মাধ্যমে মেসার্স এটিসি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের জন্য মোট ২৪৮০ দশমিক ৯২ কোটি টাকা বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে
Posted On:
25 NOV 2020 3:35PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৫ নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ ৪৯৩০ তম প্রস্তাবের মাধ্যমে বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। মেসার্স এটিসি এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের ইকুইটি শেয়ার মূলধনের ১২ দশমিক ৩২ শতাংশ অধিগ্রহণের জন্য মেসার্স এটিসি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডকে ছাড়পত্র দিয়েছে। এর ফলে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ হবে ২৪৮০ দশমিক ৯২ কোটি টাকা। এই অনুমোদনের সাথে সাথে মেসার্স এটিসি এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের ( এটিসি সিঙ্গাপুর) এটিসি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের( এটিসি ইন্ডিয়া) ২০১৮-২৯ এবং ২০২০-২১ অর্থবর্ষে বিদেশি বিনিয়োগের পরিমাণ হবে ৫৪১৭ দশমিক ২ কোটি টাকা।
এর ফলে ভারতের বিদেশি বিনিয়োগের প্রবাহ অর্থনৈতিক বিকাশ ঘটাতে সক্ষম হবে। উল্লেখ্য, টেলিকম ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ একশ শতাংশ করা হয়েছে।
***
CG/ SB
(Release ID: 1675828)
Visitor Counter : 144
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam