স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের ই সঞ্জীবনী ৮ লক্ষ পরামর্শ প্রদান সম্পন্ন করেছে

Posted On: 20 NOV 2020 2:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর, ২০২০
 
ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভারত লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ইসঞ্জীবনীর জাতীয় টেলি মেডিসিন উদ্যোগ আজ তাদের ৮ লক্ষ পরামর্শ প্রদান সম্পন্ন করেছে। বর্তমান কোভিড জনিত পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে শারীরিক যোগাযোগ এড়িয়ে এই টেলিমেডিসিন পরিষেবা প্রভূত প্রভাব বিস্তার করেছে। দেশের ২৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিদিন ১১ হাজারেরও বেশি রোগী কেন্দ্রীয় সরকারের ইসঞ্জীবনী পরিষেবার সুযোগ গ্রহণ করছে। এই ব্যবস্থা কয়েকটি রাজ্যকে মডেল হিসেবে সহায়তা দিয়ে সারা বছর রোগীদের সেবা দিতে পারে। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে।
 
যে দশটি রাজ্য  ইসঞ্জীবনীর মাধ্যমে বহির্বিভাগ মারফত রোগীদের পরামর্শ দিয়ে কৃতিত্ব অর্জন করেছে তার মধ্যে রয়েছে, তামিলনাডু( ২৫৯৯০৪), উত্তরপ্রদেশ(২১৯৭১৫), কেরালা(৫৮০০০), হিমাচল প্রদেশ(৪৬৬৪৭), মধ্যপ্রদেশ(৪৩০৪৫), গুজরাট(৪১৭৬৫), অন্ধ্রপ্রদেশ(৩৫২১৭), উত্তরাখণ্ড(২৬৮১৯), কর্ণাটক(২৩০০৮) ও মহারাষ্ট্র(৯৭৪১)।
 
সারাদেশে এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার জন্য ৭৫০০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ২২০টি অনলাইন বহির্বিভাগ বা ওপিডির মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1674592) Visitor Counter : 166