ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

আখ চাষীদের আয় বাড়াতে এবং ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করতে অতিরিক্ত চিনিকে ইথানলে রূপান্তর


বিগত দু'বছরে সত্তরটি ইথানল প্রকল্পের জন্য ৩৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন

Posted On: 20 NOV 2020 2:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর, ২০২০
 
দেশে সাধারণ সময়ে ৩২০ লক্ষ মেট্রিক টন চিনির উৎপাদন হয় এবং ২৬০ লক্ষ মেট্রিক টন চিনি প্রয়োজন হয়। বাকি উদ্বৃত্ত ৬০ লক্ষ মেট্রিক টন চিনি উদ্বৃত্ত থেকে যায়। ফলে চিনিকলগুলিতে অবিক্রিত চিনি বাবদ প্রতিবছর প্রায় ১৯ হাজার কোটি টাকা আটকে থাকে। এই অতিরিক্ত পরিমাণ চিনি রপ্তানির জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে চিনিকলগুলিকে উৎসাহিত করে। বর্তমানে এই অতিরিক্ত পরিমাণ চিনির রূপান্তর করে ইথানল তৈরির প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আখ চাষীদের আয়ের পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে।
 
বিগত দু'বছরে ৭০ টি ইথানল প্রকল্পের জন্য সরকার ঋণ বাবদ ৩৬০০ কোটি টাকা অনুমোদন দেয়। যাতে ১৯৫ কোটি লিটার উৎপাদন বৃদ্ধি পায়।
 
চলতি বছরে ৮৫ টি সুগার মিল এবং একশ টি ডিস্টিলারিজকে ঋণ বাবদ সরকার ১২,৫০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। এর ফলে বছরে উৎপাদনক্ষমতা ৪৬৮ কোটি লিটার বাড়বে বলে মনে করা হচ্ছে। 
 
***
 
 
CG/SB


(Release ID: 1674591) Visitor Counter : 162