অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণের জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির ভার্চুয়াল বৈঠকে যোগদান

Posted On: 20 NOV 2020 7:18PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ নভেম্বর, ২০২০

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ আজ জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছেন। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত সংকটে বিশ্বজুড়ে অর্থনীতির অবস্থা এবং জি-২০ গোষ্ঠী কিভাবে এই সংকটের মোকাবিলা করার জন্য একযোগে কাজ করবে তা নিয়ে অর্থমন্ত্রীরা মত-বিনিময় করেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সংকটের মোকাবিলায় সকলে যাতে আয়ত্বের মধ্যে টিকা পান সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, জি-২০ অ্যাকশন প্ল্যান অর্থনৈতিক মন্দাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী একটি উদ্যোগ। সৌদি আরবের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠী ঋণ পরিষেবার ক্ষেত্রে অর্থ ফেরত নেবার প্রক্রিয়া স্থগিত রাখার যে উদ্যোগ নিয়েছে শ্রীমতি সীতারমণ সেই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। এর জন্য জি-২০ গোষ্ঠীভুক্ত সব দেশকে একযোগে সমন্বিতভাবে লক্ষ্যপূরণে কাজ করতে হবে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে সৌদি আরবের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর কাজের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছেন। ডিসেম্বর থেকে ইটালির সভাপতিত্বে এই গোষ্ঠীতে ভারত ত্রয়ী সদস্য হিসেবে কাজ করবে।

***

 

CG/CB/NS


(Release ID: 1674536) Visitor Counter : 108