অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
উড়ান প্রকল্পের আওতায় হায়দ্রাবাদ-নাসিকের মধ্যে স্পাইস জেটের বিমান পরিষেবার সূচনা
Posted On:
20 NOV 2020 4:25PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ নভেম্বর, ২০২০
উড়ান পরিষেবার আওতায় তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে মহারাষ্ট্রের নাসিকের মধ্যে সরাসরি দ্বিতীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। এ পর্যন্ত এই প্রকল্পে ৫৩টি বিমান বন্দরের মধ্যে ২৯৭টি রুটে বিমান চলাচল করছে।
অ্যালায়েন্স এয়ারের হায়দ্রাবাদ-নাসিক রুটের সফল বিমান পরিষেবার পর স্পাইস জেট এই রুটে বিমান চালানো শুরু করল। ৭৮ আসন বিশিষ্ট কিউ ৪০০ এয়ারক্যাফ্ট সপ্তাহে ৪ দিন চলাচল করবে।
নাসিকে প্রতি ১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিরডি সাঁই মন্দির ও ত্রম্বকেশ্বর মন্দির ছাড়াও নাসিকে অনেক মন্দির থাকায় তীর্থক্ষেত্র হিসেবে এটি পরিচিত। নাসিককে ভারতের আঙুর ও মদিরার রাজধানী বলা হয়। এছাড়াও এখানে রাষ্ট্রায়ত্ত্ব এবং বেসরকারি বিভিন্ন সংস্থার কারখানা রয়েছে।
***
CG/CB/NS
(Release ID: 1674449)
Visitor Counter : 130