বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

শুক্রবার ব্রিকস এসটিআই মন্ত্রী পর্যায়ের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়েছে

Posted On: 14 NOV 2020 11:53AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২০
 
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা- এই ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে সংশ্লিষ্ট  দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী মন্ত্রীরা শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠকে বসেন। রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রক এই সভার আয়োজন করেছে।রাশিয়া দ্বাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে।
 
সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ বিজ্ঞান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ডাঃ হর্ষ বর্ধন এই অধিবেশনে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গকে অভিনন্দন জানন। তিনি বলেন, “ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী (এসটিআই) ২০২০ নীতি ঘোষণা এবং ব্রিকস এসটিআই কাজ কর্ম সম্পর্কে ২০২০-২১ এর সূচি  প্রকাশ, যা আগামী দিনে আমাদের এগিয়ে নিয়ে যেতে যথাযথ সাহায্য করবে। " সভায় ব্রিকস এসটিআই ২০২০ নীতি  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
 
      বৈঠকে ডাঃ হর্ষ বর্ধন উল্লেখ করেন, কোভিড ১৯ মহামারী এমন এক পরীক্ষার মুখোমুখি  দাঁড় করিয়েছে, তা প্রমাণ করেছে যে এই জাতীয় বিশ্ব ব্যাপী সমস্যা কাটিয়ে উঠতে গেলে মূলত বহুপাক্ষিক সহযোগিতাই প্রয়োজন। তিনি বলেন,"যেহেতু আমরা এই মহামারী থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ, তাই ব্রিকস দেশগুলির মধ্যে এই মহামারী মোকাবেলায় বৃহত্তর সহযোগিতার সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে”।
 
       কেন্দ্রীয় মন্ত্রী জানান “ভারত এই অভূতপূর্ব কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। দেশীয় প্রতিষেধক  তৈরি  থেকে, ঐতিহ্যবাহী জ্ঞানের উপর ভিত্তি করে অভিনব চিকিৎসা ব্যবস্থাপনা  এবং চিকিৎসার সূত্র, গবেষণা সংস্থা প্রতিষ্ঠা, পরিষেবা সরবরাহ, ভারতীয় গবেষণা ও উন্নয়ন সংস্থায় সরকারী- বেসরকারী উভয়ের অংশগ্রহণ, মহামারী মোকাবিলায় কার্যকরী হস্তক্ষেপের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে সরকার। একাধিক  প্রকল্প সাহায্য  করা হচ্ছে।  ১০০ টিরও বেশি স্টার্টআপগুলি কোভিড-১৯ এর জন্য উদ্ভাবনী পণ্যগুলি তৈরি করেছে বলেও তিনি জানান 
 
     ডাঃ হর্ষ বর্ধন বলেন, উদ্ভাবন ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়টি এই ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে।বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে ক্রস ইনকিউবেশন জোরদার করার লক্ষ্যে ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলি পারস্পরিক জ্ঞান ভাগাভাগি, ক্ষমতা বৃদ্ধির জন্য সহমত পোষণ করেছে বলেও তিনি জানান। ব্রিকস সদস্য দেশগুলির নেতৃবৃন্দ ভারতে মহিলাদের গবেষণায় সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রশংসা করেছে বলেও তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে "এসইআরবি-শক্তি" শীর্ষক কর্মসূচি চালু করা হয়েছে বলেও তিনি জানান। 
 
     তিনি পুনরায় উল্লেখ করেন যে "ভারত ব্রিকস এর এসটিআই ২০২০-২১ সূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে ব্রিকস সমঝোতার আওতায় ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক কার্যক্রম সমর্থন যোগাবে"।
 
   এই সভার দ্বিতীয়ার্ধে ২০১৯- ২০২০ কার্যকরী গোষ্ঠীর প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কোভিড-১৯ মহামারী, ব্রিকস এসটিআই পরিচালন কমিটির কার্যকলাপ এবং এসটিআইয়ের উপর সমঝোতাগুলি ৫ বছরের মধ্যে বাস্তবায়ন বিষয় নিয়ে আলোচনা চলে। এই আলোচনায় উপস্থিত ছিলেন  ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক  আশুতোষ শর্মা। 
 
***
 
 
CG/SS


(Release ID: 1672905) Visitor Counter : 184