কৃষিমন্ত্রক

আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকাল-এ প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গী জোরদার করে তোলার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রকে আয়োজিত ‘কিউই ফলের জন্য মূল্য শৃঙ্খল সৃষ্টি – কৃষি থেকে শাখা পথ’ শীর্ষক বিষয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠক

Posted On: 11 NOV 2020 5:13PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১১ নভেম্বর, ২০২০
 
 
নাগাল্যান্ডের কেন্দ্রীয় উদ্যান পালন প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যৌথ উদ্যোগে আজ জনপ্রিয় ফলের কথা মাথায় রেখে বাণিজ্যিক সম্ভাবনার দিকে নজর দিয়ে “কিউই ফলের জন্য মূল্য শৃঙ্খল সৃষ্টি – কৃষি থেকে শাখা পথ” শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর-এর উপস্থিতিতে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। কৃষি মন্ত্রকের সচিব শ্রী পুরুষোত্তম রুপালা সহ কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ও নাগাল্যান্ডের শীর্ষ আধিকারিকরা এই সভায় উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ভূ-প্রকৃতির অবস্থানগত কারণে উত্তর-পূর্ব রাজ্যগুলি অনেকটাই পিছিয়ে রয়েছে, তবে কৃষি মন্ত্রক সহ অন্যান্য মন্ত্রক উত্তর-পূর্বের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। 
 
জলবায়ুগত কারণে কিউই ফল উৎপাদনের জন্য উত্তর-পূর্বাঞ্চল উপযুক্ত। এই অঞ্চলে কিউই ফল উৎপাদনে গবেষণা ও উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষ করে হিমাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং নীলগিরি পার্বত্য অঞ্চলে কিউই চাষ বিস্তৃত হয়েছে।
 
বর্তমানে নিউজিল্যান্ড, ইতালি এবং চিলি থেকে ৪,০০০ টন কিউই ফল আমদানি করা হয়ে থাকে। শ্রী তোমর বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে তুলতে কৃষি মন্ত্রক সারা দেশে কিউই চাষে বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও জানান, কৃষকদের সাহাযার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী দিনে কিউই ফল উৎপদন যাতে বৃদ্ধি পায় সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
***
 
CG/SS/SKD

(Release ID: 1672139) Visitor Counter : 161