প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র মহানির্দেশক ডঃ টেড্রস আধানম ঘেব্রেসাসের সঙ্গে টেলিফোনে বার্তালাপ

Posted On: 11 NOV 2020 8:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২০
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র মহানির্দেশক ডঃ টেড্রস আধানম ঘেব্রেসাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 
 
কোভিড-১৯ মহামারী মোকাবিলায় হু যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি দৃষ্টিভঙ্গি না হারানো এবং উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থায় হু-র সহায়তা প্রদানে গুরুত্ব দেওয়ার জন্য উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।
 
হু এবং ভারতীয় স্বাস্থ্য সংস্থার মধ্যে ঘনিষ্ট এবং নিয়মিত সহযোগিতার ওপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক। আয়ুষ্মান ভারত প্রকল্প এবং যক্ষার বিরুদ্ধে ভারতের প্রচার অভিযানের মতো উদ্যোগের বিশেষ প্রশংসাও করেন তিনি। হু-র মহানির্দেশক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
 
প্রধানমন্ত্রী এবং হু-র মহানির্দেশক প্রথাগত ঔষধী ব্যবস্থাপনা বিশেষত বিশ্বব্যাপী সাধারণ মানুষের সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা চালান। সামগ্রিক নিয়মের মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় সুসংহত প্রথাগত ঔষধী সমাধানের জন্য এবং সময় ভিত্তিক পরীক্ষিত ঔষধী পণ্য ও অনুশীলন বিষয়ে বৈজ্ঞানিক বৈধতার বিষয়ে উভয়ে সহমত পোষণ করেছেন।
 
এখনও পর্যন্ত প্রথাগত ওষুধের সম্ভাবনা প্রশংসা হারায়নি বলে জোর দেন হু-র মহানির্দেশক এবং তিনি বলেন, হু এই ক্ষেত্রে গবেষণা, প্রশিক্ষণ এবং সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
 
প্রধানমন্ত্রী হু-র এই প্রয়াসের প্রশংসা করেছেন এবং মহানির্দেশককে “কোভিড-১৯-এর জন্য আয়ুর্বেদ” এই বিষয় ভাবনার অধীনে ১৩ই নভেম্বর ভারতে আয়ুর্বেদ দিবস উদযাপনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন। 
 
প্রধানমন্ত্রী এবং হু-র মহানির্দেশক কোভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এই প্রসঙ্গে হু-র মহানির্দেশক মানবতার সুবিধার্থে টীকা ও ওষুধ প্রস্তুতকারী শীর্ষ স্থানীয় সংস্থা হিসেবে ভারতের সক্ষমতা প্রতিস্থাপনে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট প্রতিশ্রুতির তীব্র প্রশংসা করেন। 
 
***
 
 
 
CG/SS/SKD

(Release ID: 1672123) Visitor Counter : 207