স্বরাষ্ট্র মন্ত্রক

যে সব ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডহোল্ডার গৌতমবুদ্ধনগর এবং গাজিয়াবাদে থাকেন, তাদের বিভিন্ন পরিষেবা মোদী সরকার, দিল্লির এফআরআরও থেকে দেবার সিদ্ধান্ত নিয়েছে

Posted On: 11 NOV 2020 7:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, ভারতে আসা বিদেশী পর্যটকদের সুবিধের জন্য বিগত কয়েক বছর ধরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র নির্দেশ অনুসারে মন্ত্রক, সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডহোল্ডারদের কিছু সুবিধে দেওয়া হবে। এখন থেকে এই সব কার্ডহোল্ডাররা, যারা উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধনগর এবং গাজিয়াবাদে থাকেন, তাদের বিভিন্ন সরকারী কাজ দিল্লির এফআরআরও থেকে করা যাবে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে বসবাসকারী এই সব বিদেশীরা ভিসা সহ অন্যান্য সুবিধা দিল্লি থেকে পাবেন।

এতদিন গৌতমবুদ্ধনগর এবং গাজিয়াবাদে থাকা ওসিআই কার্ড হোল্ডারদের বিভিন্ন পরিষেবা জন্য লক্ষ্মৌতে এফআরআরও-র দপ্তরে যেতে হতো, এর ফলে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। হরিয়ানা এবং রাজস্থান, দিল্লির এফআরআরও-র অন্তর্ভুক্ত হওয়ায় ঐ রাজ্য দুটিতে বসবাসকারী বিদেশী এবং ওসিআই কার্ড হোল্ডারদের ভিসা সংক্রান্ত কাজকর্ম দিল্লি থেকে হয়।  

মন্ত্রক, কেরালার ৩টি এফআরআরও-র অঞ্চলকে স্পষ্টভাবে আলাদা করেছে। কন্নৌর, কাসারগড়, কোঝিকোড়, মাল্লাপ্পুরম এবং ওয়েনাড় জেলার  বসবাসকারী বিদেশীরা  কোঝিকোড়ের এফআরআরও দপ্তরের, আলাপুঝা, এর্নাকুলাম, ইড়ুক্কি, কোট্টায়াম, পালাক্কাড, ত্রিশুর সহ কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে বসবাসকারী বিদেশীরা কোচি এফআরআরও-র দপ্তরে এবং কোল্লাম, পাঠানামধিত্তা এবং ত্রিরুভানান্তপুরমের বসবাসরত বিদেশীরা ত্রিরুভানান্তপুরম এফআরআরও-র দপ্তরে তাদের ভিসা এবং অন্যান্য কাজ করতে পারবেন।  

সরকার, বিগত কয়েক বছর ধরে ভারতে বসবাসরত বিদেশীদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এগুলি হল : অনলাইনের মাধ্যমে ভিসা সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করার সুযোগ, ভারতে বসবাসরত বিদেশীদের যে কোনো রকমের চিকিৎসার জন্য ১৮০ দিন পর্যন্ত মেডিকেল ভিসা না নিয়েও চিকিৎসা করানোর সুযোগ, বিদেশী নিবন্ধীকরণ আধিকারিক (এফআরও) এবং বিদেশী আঞ্চলিক নিবন্ধীকরণ আধিকারিক (এফআরআরও) –দের ভিসা সংক্রান্ত কাজকর্ম দ্রুত করার জন্য অধিক ক্ষমতা প্রদান এবং বিভিন্ন এফআরআরও-র স্পষ্টভাবে এলাকা নির্ধারণ করা।

***

 

CG/CB/SFS


(Release ID: 1672117) Visitor Counter : 155