বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ডঃ হর্ষ বর্ধন এবং শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল রাজঘাটে গান্ধী দর্শনের ওপর ৩৬০ ডিগ্রি ভিডিও প্রদর্শনীর সঙ্গে বৃত্তাকার গম্বুজের উদ্বোধন করেছেন

Posted On: 06 NOV 2020 4:52PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ নভেম্বর, ২০২০

 

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল নতুন দিল্লীর রাজঘাটে গান্ধী দর্শনের ওপর ৩৬০ ডিগ্রি ভিডিও প্রদর্শনীর সঙ্গে বৃত্তাকার গম্বুজের উদ্বোধন করেছেন। মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এগুলির ব্যবস্থা করা হয়েছে।

ডঃ হর্ষ বর্ধন এই অনুষ্ঠানে জানান, আজ সমগ্র মানবজাতি গান্ধীজির দর্শনে অনুপ্রাণিত। গান্ধী দর্শন জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। উন্নত সমাজ গঠনের জন্য তিনি তরুণ সম্প্রদায়কে গান্ধীজির শিক্ষা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেছেন, গান্ধীজির ভাবনায় সংস্কৃতি ও বিজ্ঞান মনস্কতার যথার্থ মেলবন্ধন ঘটে। গ্রামোন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে গান্ধীজির শিক্ষা আজও সমান গুরুত্বপূর্ণ।  

মোহন টু মহাত্মা, দ্য লাস্ট ফেজ, ফ্রিডম ফ্রম ফিয়ার এবং গান্ধী ফরএভার এই ৪টি চলচ্চিত্রকে সংযুক্তিকরণের মাধ্যমে হিন্দি ও ইংরাজি ভাষায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ৩৬০ ডিগ্রি গম্বুজ প্রকল্পটি আইআইটি খড়গপুরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে। এখানে ডিজিটাল পদ্ধতিতে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন অংশ ও গান্ধী দর্শন তুলে ধরা হয়েছে। যে বিষয়গুলির ওপর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল-

১) মহাত্মা গান্ধীর দর্শন, তাঁর জীবন এবং মহাত্মা হয়ে ওঠা

২) গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন, তাঁর ভ্রমণ, সত্যাগ্রহ ও ভাবনার ওপর ভিত্তি করে প্রদর্শনী

৩) গান্ধীর সঙ্গীরা, যাঁরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁকে অনুসরণ করেছেন

৪) সমসাময়িক যুগে গান্ধীজির প্রাসঙ্গিকতা, আধুনিক বিশ্বে তাঁর প্রভাব

৫) গান্ধীজির অন্তিম যাত্রা ও তাঁকে শ্রদ্ধার্ঘ্য

৬) বিদেশ মন্ত্রক গান্ধীজির ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ‘বৈষ্ণবজন’এর ভিডিও রেকর্ডিং

 

 

CG/CB/NS



(Release ID: 1670789) Visitor Counter : 193