কয়লামন্ত্রক
কয়লা খনির বাণিজ্যিক নিলাম প্রক্রিয়া তৃতীয় দিনে অব্যাহত
Posted On:
04 NOV 2020 5:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ নভেম্বর, ২০২০
কয়লা খনির বাণিজ্যিক নিলাম প্রক্রিয়া তৃতীয় দিনে অব্যাহত। মধ্যপ্রদেশের ৩ এবং ছত্তিশগড়ের ১টি মোট ৪টি কয়লা খনি এদিন নিলামের জন্য রাখা হয়েছিল। এই খনিগুলিতে মোট ১৬১ মেট্রিকটন কয়লা সঞ্চিত রয়েছে।
পিক রেড ক্যাপাসিটি অনুসারে এই খনিগুলি থেকে বছরে ৭ মেট্রিকটন কয়লা উত্তোলন করা যাবে। বৈদ্যুতিন নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা পরিলক্ষিত হয়।
ছত্তিশগড়ের গ্যাড়েপালমা – IV/1, মধ্যপ্রদেশের গতিতোরিয়া (পূর্ব) এবং গতিতোরিয়া (পশ্চিম) ও উর্তান উত্তর, এই ৪টি কয়লা খনির নিলাম হয়েছে এ দিন। গ্যাড়েপালমা – IV/1 খনিটির বরাত পেয়েছে জিন্দাল পাওয়ার লিমিটেড। মধ্যপ্রদেশের গতিতোরিয়া (পূর্ব) ও (পশ্চিম) কয়লা খনিটির বরাত পেয়েছে বোল্ডার স্টোন মার্ট প্রাইভেট লিমিটেড। উর্তান উত্তর কয়লা খনিটির বরাত পেয়েছে জে. এম. এস মাইনিং প্রাইভেট লিমিটেড। ছত্তিশগড়ের গ্যাড়েপালমা – IV/1 থেকে ৬৫২.১০ কোটি টাকা, মধ্যপ্রদেশের গতিতোরিয়া (পূর্ব) ও (পশ্চিম) খনি থেকে ৭০.৭৭ কোটি টাকা এবং উর্তান উত্তর খনি থেকে ৮৪.৬৪ কোটি টাকা বার্ষিক রাজস্ব পাওয়া যাবে।
CG/SS/SFS
(Release ID: 1670261)
Visitor Counter : 144