বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সিএসআইআর-সিডিআরআই এর বিজ্ঞানী ডঃ সুশান্ত কর-কে সোস্যাইটি অফ বায়োলজিকাল কেমিস্টস্ (ইন্ডিয়া)-র পক্ষ থেকে “অধ্যাপক এ এন ভাদুড়ী স্মারক বক্তৃতা পুরস্কার ২০২০” প্রদান

Posted On: 04 NOV 2020 6:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ নভেম্বর,  ২০২০

 

 

সিএসআইআর – সিডিআরআই এর বিজ্ঞানী ডঃ সুশান্ত কর-কে সোস্যাইটি অফ বায়োলজিকাল কেমিস্টস্ (ইন্ডিয়া)-র পক্ষ থেকে “অধ্যাপক এ এন ভাদুড়ী স্মারক বক্তৃতা পুরস্কার ২০২০” দিয়ে সম্মানিত করা হয়েছে। বিজ্ঞানী ডঃ সুশান্ত কর কালাজ্বর রোগের পরজীবী অর্থাৎ লেসমানিয়া দোনভানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজের স্বীকৃতি এবং এ ধরনের পরজীবীদের বেঁচে থাকার কৌশল বোঝার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার পেয়েছেন। 

লেসমানিয়া দোনভানি হ’ল একটি প্রোটোজোয়ান পরজীবী, যা ম্যাক্রোফেজ কোষগুলিকে সংক্রামিত করে এবং এর ফলে লিসম্যানিয়াসিস বা কালাজ্বর দেখা দেয়। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এরকম একটি মারাত্মক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকেন। ডঃ সুশান্ত করের নেতৃত্বে গবেষক দলটি ম্যাক্রোফেজের ডেংগ্রিটিক কোষ এবং টি কোষের মতো বিভিন্ন প্রতিরোধক কোষগুলির সঙ্গে লেজম্যানিয়া পরজীবীর জিন গঠনগত ক্রিয়া এবং বিভিন্ন অন্তঃকোষীয় সংকেতবাহী ক্যাস্টেডগুলির কর্মপ্রক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করেছেন। অধ্যয়নে এ ধরনের পরজীবীর বিরুদ্ধে আন্তঃকোষীয় সংকেত কিভাবে প্রতিক্রিয়া করে, সেটিও গবেষক দলটি খুঁজে বের করার চেষ্টা করেছেন। কালাজ্বরের পরজীবীর সংক্রমণ ঠেকাতে ও এ ধরনের মারাত্মক রোগের প্রতিরোধে গবেষক দলটির উদ্ভাবিত তথ্য নতুন ওষুধ তৈরিতে সাহায্য করতে পারে।

বায়োলজিকাল কেমিস্টস্ সোস্যাইটি (ইন্ডিয়া) দেশে জীব বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে গবেষক/বিজ্ঞানীদের প্রশংসনীয় ও উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি জানাতে কয়েকটি পুরস্কার প্রবর্তন করেছে। বায়োলজিকাল কেমিস্টস্ (ইন্ডিয়া) ১৯৩০ সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স – এ স্থাপিত হয়েছিল। 

উল্লেখ করা যেতে পারে, অধ্যাপক এ এন ভাদুড়ী স্মৃতি বক্তৃতা পুরস্কার প্রতি দু’বছর অন্তর দেওয়া হয়ে থাকে। তবে, এই পুরস্কারের জন্য ৫০ বছরের কম বয়সী বিজ্ঞানী/গবেষকদের মনোনীত করা হয়। সংক্রমণ সম্পর্কিত অসামান্য গবেষণামূলক কাজকর্ম এবং জৈব রসায়ন সম্পর্কিত বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। 

 

CG/BD/SB



(Release ID: 1670208) Visitor Counter : 145