অর্থমন্ত্রক
ব্রিটেন-ভারত অর্থনৈতিক ও আর্থিক বার্তালাপের দশম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ
Posted On:
28 OCT 2020 6:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২০
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ ব্রিটেন-ভারতের অর্থনৈতিক ও আর্থিক সংলাপের দশম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে বক্তব্য রাখেন তিনি।
ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়া এবং সিকিউরিটি অ্যান্ট এক্সচেঞ্জ বোর্ড অফ্ ইন্ডিয়া (এসইবিআই)-এর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে, ব্রিটেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের রাজস্ব দপ্তরের চ্যান্সেলর মিঃ ঋষি সুনাক। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন ব্যাঙ্ক অফ্ ইংল্যান্ড এবং ফিনান্সিয়াল কনডাক্ট অথরিটির প্রতিনিধিরা।
ভারত এবং ব্রিটেনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারত এবং ব্রিটেন বিশ্বের প্রথমসারির শীর্ষ সাতটি অর্থনীতি শক্তিধর দেশের মধ্যে অন্যতম। ২০০৭ সালের তুলনায় ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক লেনদেন দ্বিগুণ হয়ে উঠেছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগের ফলে উভয় দেশের অনেকেরই চাকরির সুযোগ তৈরি হয়েছে।
আলাপ আলোচনার সময়ে করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়া হয়। এছাড়াও জি-২০ পরিকাঠামোগত কার্যকরি গোষ্ঠীর মাধ্যমে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির আর্থিক গতিবিধি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা চলে। ডিজিটাল অর্থনীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়। ভারত এবং ব্রিটেনের মধ্যে আর্থিক বাজার সম্পর্কিত বিভিন্ন দিক নিয়েও আলোচনা চলে। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ জানান, ভারতে জাতীয় পরিকাঠামোগত পাইপলাইন (এনআইপি) গড়ে তোলা হচ্ছে।
আলোচনার শেষে ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ এবং ব্রিটেনের রাজস্ব দপ্তরের চ্যান্সেলর মিঃ ঋষি সুনাক যৌথভাবে সাংবাদিক বিবৃতি প্রদান করেন। ভারত-ব্রিটেনের দশম অর্থনৈতিক ও আর্থিক বার্তালাপ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুণ - https://static.pib.gov.in/WriteReadData/userfiles/UK-India%2010th%20EFD%20Joint%20Statement%2028.10.2020.pdf লিঙ্কে।
CG/SS/SKD
(Release ID: 1668282)
Visitor Counter : 224