অর্থমন্ত্রক

২০১৮-১৯-এর বার্ষিক রিটার্ন দাখিল এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

Posted On: 24 OCT 2020 3:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২০
 
 
 
কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ জনিত মহামারীর দরুণ লকডাউন ও নিষেধাজ্ঞার প্রেক্ষিতে একাধিক মহলের কাছ থেকে ২০১৮-১৯-এর বার্ষিক রিটার্ন (ফর্ম জিএসটিআর-৯) দাখিল এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট (ফর্ম জিএসটিআর-৯সি) জমা দেওয়ার ব্যাপারে সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ পেয়ে আসছে। উল্লেখ করা যেতে পারে, কোভিড-১৯ মহামারী জনিত লকডাউন ও নিষেধাজ্ঞার ফলে স্বাভাবিক ব্যবসায়িক কাজকর্ম এখনও দেশের বহু অংশে ছন্দে ফিরতে পারেনি। সরকারের কাছে আরও অনুরোধ করা হয়েছে যে, বার্ষিক রিটার্ন দাখিল এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জমা দেওয়ার পূর্ব নির্ধারিত শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে আরও কিছুদিন বাড়ানোর, যাতে ব্যবসায়ী ও অডিটররা রিটার্ন দাখিলের ক্ষেত্রে মান্যতাগুলি পূরণ করতে পারেন। 
 
উপরোক্ত অনুরোধের প্রেক্ষিতে জিএসটি পরিষদের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে বার্ষিক রিটার্ন দাখিল (ফর্ম জিএসটিআর-৯ / জিএসটিআর-৯এ) দাখিল এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট (ফর্ম জিএসটিআর-৯সি) জমা দেওয়ার তারিখ ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 
 
উল্লেখ করা যেতে পারে যে, বার্ষিক লেনদেনের পরিমাণ ২ কোটি টাকার কম, এমন করদাতাদের ২০১৮-১৯-এর বার্ষিক রিটার্ন (ফর্ম জিএসটিআর-৯ / জিএসটিআর-৯এ) দাখিল করা ঐচ্ছিক। একইভাবে, বার্ষিক লেনদেনের পরিমাণ ৫ কোটি টাকার কম, এমন করদাতাদের ক্ষেত্রে ২০১৮-১৯-এর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট (ফর্ম জিএসটিআর-৯সি) জমা দেওয়াও ঐচ্ছিক। 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1667392) Visitor Counter : 228