রেলমন্ত্রক

উৎসবের মরসুমে রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে

प्रविष्टि तिथि: 14 OCT 2020 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৪ অক্টোবর, ২০২০
 
 
 
    উৎসবের মরসুমে রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। রেল স্টেশন, ট্রেন অথবা অন্যান্য রেল সংলগ্ন অঞ্চলে যাতায়াতকালীন সাধারণ যাত্রীদের নির্দেশিকা মেনে চলতে হবে।
 
    ১) সঠিকভাবে মাস্ক অথবা মাস্ক পড়া না থাকলে যাত্রীরা রেল স্টেশন চত্বরে প্রবেশ করতে পারবেন না।
 
    ২) সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
 
    ৩) কোভিড পজেটিভ ধরা পরলে স্টেশন বা ট্রেন অথবা রেল স্টেশন চত্বরে প্রবেশ করা যাবেনা।
 
    ৪) রেল স্টেশন চত্বরে অথবা ট্রেনে চড়ার আগে করোনা সংক্রমণ আছে কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষা ফলাফলের জন্য  যাত্রীদের অপেক্ষা করতে হবে ।
 
    ৫) রেল স্টেশন চত্ত্বরে স্বাস্থ্য পরীক্ষাকারী দল ট্রেনে সফরকারী যাত্রীদের পরীক্ষা করে দেখবেন।
 
    ৬) প্রকাশ্য স্থানে থুতু ফেলা যাবেনা।
 
    ৭) অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে অথবা সাধারণ মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো কাজকর্ম রেল স্টেশন এবং ট্রেনের ভিতর করা যাবেনা।
 
    ৮) করোনা সংক্রমণ বিস্তার রোধে রেল প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা কোনোভাবে অমান্য করা যাবেনা।
 
    ৯) করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন কোনো কাজ কখনই করা যাবেনা।
 
    করোনা সংক্রমণ প্রতিরোধে রেল প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের সুযোগ-সুবিধায় ইচ্ছাকৃত হস্তক্ষেপ বা অবহেলা করলে অথবা কোনো ব্যক্তির নিরাপত্তায় আঘাত আসতে এমন কোনো কাজকর্ম চালালে বা নির্দেশিকা অমান্য করলে রেল কর্তৃপক্ষ ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৫, ১৫৩ এবং ১৫৪ নম্বর ধারা অনুযায়ী যেকোন যাত্রীর বিরুদ্ধে জেল অথবা জরিমানার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে।
 
 
 
 
CG/SS/NS

(रिलीज़ आईडी: 1664603) आगंतुक पटल : 329
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Tamil , Telugu