ভূ-বিজ্ঞানমন্ত্রক
উত্তর আন্দামান সমুদ্র ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ওপর নিম্নচাপ
Posted On:
09 OCT 2020 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ অক্টোবর, ২০২০
ভারতীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত ঘূর্ণিঝড় পূর্বাভাস বিভাগ জানিয়েছে, ৯ই অক্টোবর সকালে উত্তর আন্দামান সমুদ্র এবং সংলগ্ন অঞ্চলের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর আন্দামান সমুদ্র এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ওপর বিস্তৃত রয়েছে। এটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামীকাল (১০ই অক্টোবর) মধ্য বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশই পশ্চিম – উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আগামী ১২ই অক্টোবর সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চলে গভীর নিম্নচাপ রূপে পার করবে। এর জেরে আন্দামান সমুদ্র ,দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে ৯-১২ অক্টোবর পর্যন্ত আবহাওয়ার ক্রমশ পরিবর্তন ঘটবে। ১১ ও ১২ই অক্টোবর অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলেঙ্গানা, সমগ্র কর্ণাটক এবং মহারাষ্ট্র সংলগ্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। এর জেড়ে ৯ ও ১০ই অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওডিশা, অন্ধ্র উপকূল, তেলেঙ্গানা সহ সমগ্র কর্ণাটক ভারী জুড়ে বৃষ্টি হতে পারে। আন্দামান সমুদ্র সংলগ্ন আন্দামান দ্বীপপুঞ্জে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৯ ও ১০ই অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল এবং আন্দামান সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী ১২ই অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
CG/SS/SB
(Release ID: 1663225)
Visitor Counter : 185