ভূ-বিজ্ঞানমন্ত্রক

ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চলতি মরশুম থেকে ঘূর্ণিঝড়ের গতি ও প্রভাব সম্পর্কিত আগাম সতর্কতা ব্যবস্থাপনা পরীক্ষামূলকভাবে চালু করা হবে

Posted On: 08 OCT 2020 9:00AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ অক্টোবর,  ২০২০

 

 

প্রতি বছর ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত হানার ফলে আর্থিক ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর চলতি মরশুমে খুব শীঘ্রই  ঘূর্ণিঝড়ের গতি ও প্রভাব সম্পর্কিত আগাম সতর্কতা ব্যবস্থাপনা পরীক্ষামূলকভাবে চালু করতে চলেছে বলে জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। ৬ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে দিল্লির ইন্ডিয়ান সোশ্যাইটি অফ রিমোর্ট সেন্সিং আয়োজিত ‘চেজিং দ্য সাইক্লোন’ শীর্ষক আলোচনায় একথা জানিয়েছেন তিনি। 

ডঃ মহামাত্র বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বিশ্ব জুড়ে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ভারতে ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে তালমিলিয়ে চলতে সম্পত্তি, পরিকাঠামোগত এবং আর্থিক ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর এই বিশেষ উদ্যোগ নিয়েছে। চলতি মরশুম থেকে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতামূলক ব্যবস্থাপনা চালু করা হবে বলেও তিনি জানান। নতুন এই ব্যবস্থাপনায় উপকূলবর্তী অঞ্চলের মানুষজনকে আগাম সতর্কতা প্রদান করা সম্ভব হবে।এর ফলে  পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে বলেও তিনি জানান। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা সংস্থাগুলি আগাম সতর্কতা হিসাবে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে পারে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা মোকাবিলা সংস্থা 'ন্যাশনাল সাইক্লোন রিস্ক মিটিগেশন প্রোজেক্ট' নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় রাজ্যগুলি এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের সহায়তায় একটি ওয়েব-ভিত্তিক 'ডায়ানামিক কম্পোজিট রিস্ক অ্যাটলাস' ব্যবস্থাপনা তৈরি করেছে। 

এই আলোচনা সভায় যোগ দেওয়ার আগে ডঃ মহাপাত্র ভারতীয় আবহাওয়া দপ্তর আয়োজিত  প্রাক্-ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক বৈঠকে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের মরশুমে প্রস্তুতি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয় নিয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক উদ্যোগগুলির বিষয়ে বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করে নেন। 

 

CG/SS/SB



(Release ID: 1662762) Visitor Counter : 140