মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগামীকাল কেন্দ্রীয় বিদ্যালয়ের চারটি নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন

Posted On: 07 OCT 2020 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৭ই অক্টোবর, ২০২০




কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল 'নিশাঙ্ক' আগামীকাল ৮ই অক্টোবর ২০২০তে ভার্চুয়াল  ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের চারটি নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলির উদ্বোধন হবে,তার মধ্যে রয়েছে উড়িষ্যার নয়াগড় কেন্দ্রীয় বিদ্যালয়,উড়িষ্যার রাইরঙপুর,মহুলডিহী কেন্দ্রীয় বিদ্যালয়,রাজস্থানের হনুমানগড় কেন্দ্রীয় বিদ্যালয় এবং হরিয়ানার ফরিদাবাদে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ৩।

এই চারটি কেন্দ্রীয় বিদ্যালয় ভবন নির্মাণে মোট প্রায় ৬৮.৬০ কোটি টাকা ব্যয় হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়গুলির অস্থায়ী ভবনেই এতদিন পঠনপাঠন চলছিল। উড়িষ্যা,রাজস্থান এবং হরিয়ানার প্রায় ৪০০০ ছাত্রছাত্রী এই নবনির্মিত ও উন্নত ভবনের জন্য উপকৃত হবে।

চারটি নবনির্মিত কেন্দ্রীয় বিদ্যালয় ভবনগুলি 'গ্রিন বিল্ডিং' বা সবুজ ভবনের নিয়ম মোতাবেক নির্মিত হয়েছে। ভবন গুলিতে অধিক পরিমান বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভবনগুলিতে সব রকম সহায়ক ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়াদের শারীরিকভাবে সক্ষম রাখতে বিদ্যালয় চত্বরে খেলাধুলা এবং শরীর চর্চার সংস্থান রাখা হয়েছে।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী নিশাঙ্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় মানুষজন এবং বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে  ভাষণ দেবেন।

 


CG/PPM



(Release ID: 1662583) Visitor Counter : 76