ভূ-বিজ্ঞানমন্ত্রক
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৯ই অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে
प्रविष्टि तिथि:
04 OCT 2020 4:00PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৪ঠা অক্টোবর, ২০২০
আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় সতর্কতা দপ্তর সূত্রে জানানো হয়েছে,উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৯ই অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও উওর অন্ধ্রপ্রদেশের দিকে পরবর্তী ২-৩ দিনে অগ্রসর হবে।
নিম্নচাপের কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৯ ও ১০ তারিখ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। তবে বেশীরভাগ অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
এর ফলে ওড়িশায় ৪ থেকে ৬ ই অক্টোবর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। পার্শ্ববর্তী বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ছত্তিশগড়ে চার থেকে সাত তারিখ পর্যন্ত ইতস্তত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ওড়িশা ও অন্ধ্র উপকূলে বৃষ্টিপাত বাড়তে পারে।
এর ফলে উত্তর আন্দামান সাগর পূর্ব মধ্য এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই সব অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সর্বশেষ তথ্য জানার জন্য www.rsmcnewdelhi.imd.gov.in ও www.mausam.imd.gov.in দেখা যেতে পারে। আবহাওয়া সংক্রান্ত তথ্য ও পূর্বাভাসের জন্য মৌসম অ্যাপ , কৃষিকাজের বিষয়ে জলবায়ুর তথ্য জানার জন্য অ্যাগ্রোমেট অ্যাপ এবং বজ্রপাতের বিষয়ে দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
CG/CB
(रिलीज़ आईडी: 1661650)
आगंतुक पटल : 134