জলশক্তি মন্ত্রক

বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সহজেই পাইপবাহিত জল সরবরাহে জল জীবন মিশনের আওতায় গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে ১০০ দিনের বিশেষ অভিযানের সূচনা হবে

Posted On: 01 OCT 2020 7:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর,  ২০২০

 

 

গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে পাইপবাহিত জল পৌঁছে দিতে এবং জল জীবন মিশনের প্রতীক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ২৯শে সেপ্টেম্বর জল জীবন মিশন রূপায়ণের জন্য গ্রাম পঞ্চায়েত ও জল সমিতিগুলির স্বার্থে ‘মার্গদর্শিকা’ প্রকাশ করেন। দেশে বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পাইপবাহিত নিরাপদ জলের সরবরাহ সুনিশ্চিত করতে দোসরা অক্টোবর থেকে ১০০ দিনের বিশেষ অভিযানের সূচনার প্রসঙ্গ শ্রী মোদী সেদিন উল্লেখ করেন। তিনি রাজ্যগুলিকে এই বিশেষ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতো সর্বজনীন প্রতিষ্ঠানগুলিকে পাইপবাহিত নিরাপদ জল সরবরাহ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ের শিশুদের কাছে নিরাপদ পানীয় জল সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। কারণ, জলবাহিত রোগের ক্ষেত্রে শিশুরাই সবচেয়ে বেশি অসুরক্ষিত। এই বিষয়গুলিকে বিবেচনায় রেখেই জল জীবন মিশনের আওতায় বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠানে নিরাপদ জলের বন্দোবস্ত করা হচ্ছে। 

জাতীয় জল জীবন মিশনে দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে। দোসরা অক্টোবর থেকে শুরু হতে চলা ১০০ দিনের বিশেষ এই অভিযানে গান্ধী জয়ন্তী উদযাপনের সঙ্গে সঙ্গেই গ্রামসভার আয়োজন করা হয়েছিল। এই সভা থেকে আগামী দিনগুলিতে বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অন্যান্য সর্বজনীন প্রতিষ্ঠানে ১০০ দিনের মধ্যে নিরাপদ পানীয় জল সরবরাহে দৃঢ় সংকল্প গ্রহণ করা হবে। 

জল জীবন মিশনের উদ্দেশ্যই হ’ল – ২০২৪ এর মধ্যে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে পাইপবাহিত নিরাপদ জল সংযোগ পৌঁছে দেওয়া। এমনকি, কর্মসূচির আওতায় মহিলা ও শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জল্বাহিত বিভিন্ন রোগে শিশুরাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকে। তাই, শিশুদের জলবাহিত ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড প্রভৃতি রোগ সংক্রমণের কবল থেকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামে বিদ্যালয়, অঙ্গনোয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে যাতে পাইপবাহিত নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া সুনিশ্চিত করে দেওয়া যায়, তার জন্য জল জীবন মিশনের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে একাধিক সংস্থানের কথা বলা হয়েছে।

 

 

CG/BD/SB


(Release ID: 1660978) Visitor Counter : 143