কৃষিমন্ত্রক
তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং হরিয়ানা রাজ্যের জন্য ২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ১৩.৭৭ লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ কেনার প্রক্রিয়ায় অনুমোদন
Posted On:
28 SEP 2020 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২০
২০২০-২১ খরিফ ফসলের বিপণন প্রক্রিয়া সবে শুরু হয়েছে। সরকার পূর্বের মরশুমের মতো বর্তমান এই মরশুমেও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে ফসল সংগ্রহ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
রাজ্যগুলির প্রস্তাবের ভিত্তিতে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও হরিয়ানা রাজ্যে ২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ১৩.৭৭ লক্ষ মেট্রিক টন ডাল এবং তৈলবীজ কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য খরিফ মরশুমে ডাল ও তৈলবীজ কেনার জন্য প্রস্তাব পাওয়া গেলে তাতেও অনুমোদন দেওয়া হবে। তবে, ন্যূনতম সহায়ক মূল্যের নিচে বাজার দর চলে গেলেও কৃষকদের ওই একই দাম দেওয়া হবে।
২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকার নির্ধারিত সংস্থার মাধ্যমে তামিলনাড়ুতে ৪০ জন কৃষকের কাছ থেকে ৩৪.২০ মেট্রিক টন মুগ ডাল কেনা হয়েছে। এর জন্য ২৫ লক্ষ টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে। একইভাবে, তামিলনাড়ু ও কর্ণাটকের ৩,৯৬১ জন কৃষকের কাছ থেকে ৫২.৪০ কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করে ৫,০৭৯ মেট্রিক টন নারকেলের শুকনো শাঁস কেনা হয়েছে।
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ২৬ সেপ্টেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাব এবং হরিয়ানার ৩৯০ জন কৃষকের কাছ থেকে ক্যুইন্টালপিছু ১,৮৬৮ টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করে ১০.৫৩ কোটি টাকা মূল্যের ৫,৬৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে ২৮ সেপ্টেম্বর থেকে ধান সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে তুলো সংগ্রহ প্রক্রিয়া শুরু হবে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া (সিসিআই) ১ অক্টোবর থেকেই তুলো কেনার প্রক্রিয়া শুরু করবে।
CG/SS/DM
(Release ID: 1659933)
Visitor Counter : 181