বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সিএসআইআর-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন মর্যাদাপূর্ণ ভাটনাগর পুরস্কার ঘোষিত

Posted On: 26 SEP 2020 3:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০

 

 

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) এস এস ভাটনাগর সভাঘরে ৭৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। তিনি এই সংস্থার সহ-সভাপতি। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে এই অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য খুব কম সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।  সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে, এইচআরডিজি-র প্রধান শ্রী এ চক্রবর্তী এবং প্রতিটি সিএসআইআর গবেষণাগারের সদস্যরা অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। 

 

ডঃ বর্ধন বর্তমান কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভূত সঙ্কটের মধ্যে সিএসআইআর-এর গবেষকদের কাজের প্রশংসা করেছেন। রোগ নির্ণয়, ওষুধ উদ্ভাবন এবং ভেন্টিলেটরের মধ্যে নতুন নতুন সুবিধা যুক্ত করার ক্ষেত্রে সিএসআইআর-এর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী সিএসআইআর-এর কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একটি ডিজিটাল বই ও শর্ট ফিল্ম উদ্বোধন করেছেন। 

 

এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ২০২০ সালের সিএসআইআর উদ্ভাবনী পুরস্কার, ২০২০ সালের সিএসআইআর যুব বিজ্ঞানী পুরস্কার,  সিএসআইআর প্রযুক্তি পুরস্কার, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের গ্রামোন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনার ক্ষেত্রে সিএসআইআর পুরস্কার,  সিএসআইআর হীরক জয়ন্তী প্রযুক্তি পুরস্কার এবং ২০২০ সালের জি এন রামাচন্দ্রন গোল্ড মেডেল ফর এক্সেলেন্স ইন বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনলজি পুরস্কার ঘোষণা করা হয়েছে। শেষে, সংস্থার মহানির্দেশক এ বছরের মর্যাদাপূর্ণ শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছেন। এ বছর বায়োলজিক্যাল সায়েন্সে ডঃ শুভদীপ চট্টোপাধ্যায় এবং ডঃ বৎসলা তিরুমালাই, রসায়ন বিজ্ঞানে ডঃ জ্যোর্তিময়ী দাস এবং ডঃ সুবি জেকব জর্জ, পৃথিবী, পরিবেশ, মহাসমুদ্র ও ব্রহ্মাণ্ড বিজ্ঞানে ডঃ অভিজিৎ মুখোপাধ্যায় এবং ডঃ সুর্যেন্দু দত্ত, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস-এ ডঃ অমল অরবিন্দ রাও কুলকার্নি এবং ডঃ কিংশুক দাশগুপ্ত, গণিতে ডঃ রজতশুভ্র হাজরা এবং ডঃ ইউ কে আনন্দবর্ধনন, চিকিৎসা-বিজ্ঞানে ডঃ বুশরা আতিক এবং ডঃ ঋতেশ আগরওয়াল ও ফিজিকাল সায়েন্সে ডঃ রাজেশ গণপতি এবং ডঃ সুরজিৎ ধারা নির্বাচিত হয়েছেন।   

 

ডঃ হর্ষ বর্ধন জানিয়েছেন, এই মহামারী অভূতপূর্ব কিছু সমস্যা তৈরি করেছে। সিএসআইআর এই সমস্যাগুলি থেকে উত্তরণের চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করেছে। ওষুধ, টিকা, পরীক্ষানিরীক্ষা, জিনের বিন্যাস, পিপিই, হাসপাতালে চিকিৎসার সহযোগী যন্ত্র, মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন ক্ষেত্রে  সিএসআইআর দ্রুত বিভিন্ন সমাধান খুঁজে পেয়েছে। সিএসআইআর-এর গবেষণাগারগুলিতে দু'হাজারের বেশি জিন বিন্যাস করা সম্ভব হয়েছে। কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসল মধ্যস্বত্ত্বভোগীদের ছাড়াই বিক্রি করতে পারেন,  সিএসআইআর তার জন্য কিষাণ সভা অ্যাপ তৈরি করেছে। এছাড়াও এই সংস্থা আরোগ্য পথ অ্যাপ নামে আরও একটি অ্যাপের উদ্ভাবন করেছে। 

 

ডঃ মান্ডে তাঁর ভাষণে জানান, এ বছর মার্চ মাসে সিএসআইআর ভবিষ্যতের বিভিন্ন চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি কৌশল তৈরি করেছিল। তার ওপর ভিত্তি করে সংক্রমণের নজরদারি, ওষুধ, হাসপাতালে সহায়ক যন্ত্র, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং লজিস্টিক্স সরবরাহের শৃঙ্খলে বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজ করা হয়েছে। 

 

 

CG/CB/DM



(Release ID: 1659362) Visitor Counter : 151