ভূ-বিজ্ঞানমন্ত্রক

দেশে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে


তথ্য অনুযায়ী দেশে গত তিন বছরে অতিভারী বৃষ্টিপাতের ঘটনা অনেক পরিমাণে বেড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড: হর্ষ বর্ধন

ড:হর্ষ বর্ধন বলেছেন ভারতের আবহাওয়া দপ্তর, আবহাওয়ার সঠিক পূর্বাভাস দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে

Posted On: 24 SEP 2020 5:05PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৪শে সেপ্টেম্বর, ২০২০

 



১৮৯১-২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে বছরে গড়ে ৫ টি ঘূর্ণিঝড় হয়ে  থাকে।বঙ্গোপসাগর অঞ্চলে বছরে গড়ে ৪ টি এবং আরব সাগরীয় অঞ্চলে বছরে গড়ে ১টি ঘূর্ণিঝড়  হয়।তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে,উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আরব সাগরীয় অঞ্চলেও ঘূর্ণিঝড়ের সংখ্যা সাম্প্রতিক বছর গুলিতে বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।


আরব সাগর এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে ২০১৭ সালে মোট ঘূর্ণিঝড়  হয় ৩টি। ২০১৮ সালে ঐ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে হয় ৭টি। ২০১৯ সালে তা আরও বেড়ে হয় ৮টি।


সাধারণ ভাবে আরব সাগরে গড়ে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ২০১৯ সালে আরব সাগরে ৫ টি ঘূর্ণিঝড় হয়।
দেশে সাম্প্রতিক কালে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধি পাওয়ায় বারবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ২০১৭ থেকে ২০১৯,এই তিন বছরে দেশের নানান প্রান্ত থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।


২০১৭ সালে দেশে ভারী বৃষ্টি হয় ১৮২৪  বার এবং অতিভারী বৃষ্টিপাত  হয় ২৬১ বার।২০১৮ সালে যথাক্রমে তা বেড়ে দাঁড়ায় ২১৮১ এবং ৩২১ বার। ২০১৯ সালে তার পরিমান আরও বেড়ে যথাক্রমে হয় ৩০৫৬ এবং ৫৫৪ বার।


তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত তিন বছরে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।


ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাস দিতে ও নজরদারি চালাতে উপগ্রহ,রেডার এবং প্রচলিত ও স্বয়ংক্রিয় কেন্দ্র গড়ে তুলেছে।


নজরদারি চালাতে আরও উন্নত নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। পরিবেশ এবং আবহাওয়া গবেষণার অধীনে অত্যাধুনিক সংখ্যাসূচক মডেলিং গঠনের কাজ চলছে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টীপাতের মতন প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।


বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড:হর্ষ বর্ধন গত ২৩শে সেপ্টেম্বর লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য তুলে ধরেন।

 

 


CG/PPM


(Release ID: 1659292) Visitor Counter : 111