কৃষিমন্ত্রক

কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর "সেন্ট্রালাইজড ফার্ম মেশিনারি পারফর্মেন্স টেস্টিং পোর্টাল”-এর সূচনা করেছেন

Posted On: 24 SEP 2020 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২০

 

 

কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর আজ কৃষি, সহযোগিতা ও কৃষককল্যাণ দপ্তরের তৈরি 'সেন্ট্রালাইজড ফার্ম মেশিনারি পারফর্মেন্স টেস্টিং পোর্টাল’-এর সূচনা করেছেন। এর ফলে, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির পরীক্ষায় সুবিধা হবে এবং পরীক্ষা ও মূল্যায়নের পদ্ধতিতে স্বচ্ছতা আসবে।

 

শ্রী তোমর জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কৃষকদের কল্যাণে এবং কৃষিক্ষেত্রের বিকাশে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের বিষয়টি মাথায় রেখে বাজেটে কৃষিক্ষেত্রে  বরাদ্দ যথেষ্ট  বাড়ানো হয়েছে। তিনি বলেছেন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির চাহিদা ক্রমশ বাড়ছে। এর ফলে, শস্য তোলা এবং দেশে কৃষিজাত পণ্যের বিবিধতার বিষয়ে যথেষ্ট সাফল্য এসেছে। কৃষিকাজে যন্ত্রপাতির ব্যবহারকে উৎসাহিত করতে মন্ত্রী শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের অনুরোধ জানান, তাঁরা যাতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য কম মূল্যের যন্ত্রপাতি তৈরির দিকে বিশেষ নজর দেন। এর পাশাপাশি এমন ধরণের যন্ত্র উদ্ভাবন করতে হবে যেগুলি ব্যবহার করতে সুবিধে হয়।

 

এই পোর্টালের সাহায্যে যন্ত্রপাতি নির্মাতারা পরীক্ষার জন্য আবেদন এবং পুরো প্রক্রিয়াটির নজরদারি চালাতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে যে কোনও জায়গা থেকে সহজেই এই কাজটি করা যাবে। এর ফলে, পরীক্ষা করার প্রতিষ্ঠানগুলির দক্ষতাও বাড়বে। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করার সময়ও এই পোর্টালের জন্য হ্রাস পাবে।

 

কেন্দ্রের সহজে ব্যবসা করার নীতির সঙ্গে সাযুজ্য রেখে স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি করা হবে। এর মাধ্যমে,  উৎপাদনকারী সংস্থাগুলি পরীক্ষার ফলের বিষয়ে দ্রুত জানতে পারবে।

 

কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহারের ফলে শস্য উৎপাদনের বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ক্ষেত্রেই সুবিধা হবে। উৎপাদিত ফসলের ক্ষেত্রে কৃষকরা নতুনভাবে চিন্তাভাবনা করতে পারবেন। তাঁরা চিরাচরিত ফসলের চাষের পরিবর্তে বাণিজ্যিকভাবে লাভবান ফসলের চাষ করতে উৎসাহী হবেন। দপ্তর ৩৫টি সংস্থাকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, বিভিন্ন রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারগুলির মাধ্যমে পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে।  

 

মধ্যপ্রদেশের বুদনি, হরিয়ানার হিসার, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং অসমের বিশ্বনাথ চারিয়ালি - এই চারটি জায়গায় ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটস রয়েছে। এই সংস্থাগুলি দেশে কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ ও যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, ফসলের গুণমান বৃদ্ধি এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রগুলির মূল্যায়ন ও মানোন্নয়নের ক্ষেত্রেও সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বুদনির এই প্রতিষ্ঠানটি ট্র্যাক্টরের গুণমান পরীক্ষা করে। এছাড়াও বুদনি ও হিসারের প্রতিষ্ঠানে সেলফ প্রোপেলড মেশিনের পরীক্ষাও করা হয়।

 

এই পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী পরষোত্তম রুপালা এবং শ্রী কৈলাশ চৌধুরি ছাড়াও দপ্তরের সচিব সহ পদস্থ আধিকারিকরা  উপস্থিত ছিলেন।  

 

 

CG/CB/DM



(Release ID: 1658865) Visitor Counter : 135