কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কোভিড-১৯ সময়কালে আরটিআই-এর কাজ মসৃণভাবে চলেছে : ডঃ জীতেন্দ্র সিং
Posted On:
22 SEP 2020 5:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং বলেছেন, কোভিড-১৯ মহামারীর মধ্যেও কেন্দ্রীয় তথ্য কমিশন প্রযুক্তির নিবিড় ব্যবহারে অডিও/ভিডিও সুবিধার মাধ্যমে বিভিন্ন অভিযোগের শুনানি পর্ব চালিয়ে যাচ্ছে। রাজ্যসভায় আজ লিখিত জবাবে তিনি একথা জানিয়েছেন। শ্রী সিং বলেন, চলতি বছরের মার্চ থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় তথ্য কমিশন অনলাইনের মাধ্যমে ৪,৪৯১টি অনুরোধ প্রক্রিয়ার কাজ হয়েছে।
নাগরিকদের অনলাইনের মাধ্যমে রাইট টু ইনফরমেশন (আরটিআই) বা তথ্যের অধিকার বিষয়ে আবেদন জানানোর জন্য ২০১৩ সালের আগস্টে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর একটি অনলাইন পোর্টাল চালু করে। এই অনলাইন পোর্টালটি হল – (https://rtionline.gov.in)। মূলত নাগরিকরা প্রথম ও দ্বিতীয় দফার আবেদন দায়ের করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয় তথ্য কমিশন কোভিড-১৯ মহামারীর আগেই অডিও/ভিডিও মাধ্যমে শুনানির সুবিধা চালু করে। দিল্লির বাইরে অন্যান্য রাজ্যের নাগরিকরা দ্বিতীয় দফার আপিল/অভিযোগের মামলাগুলি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের জেলা সদরের এনআইসি-র স্টুডিওর সাহায্যে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
CG/SS/SKD
(Release ID: 1657836)
Visitor Counter : 149