কৃষিমন্ত্রক

ন্যূনতম সহায়ক মূল্য নীতি

Posted On: 21 SEP 2020 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২০

 

 

রাজ্য সরকার, কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের মতামত বিবেচনা করে এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর কমিশন ফর এগ্রিকালচারাল ক্রপ অ্যান্ড প্রাইসেস (সিএসিপি) পরামর্শ অনুসারে সরকার ২২টি নির্ধারিত কৃষিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য স্থির করে । সিএসিপি কৃষি ব্যয় সার্বিকভাবে দেশে ও বিদেশে চাহিদা এবং শস্যের সরবরাহ পরিস্থিতি, দেশে ও আন্তর্জাতিক বাজারে শস্যের মূল্য, কৃষি ক্ষেত্র এবং অকৃষি ক্ষেত্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য, মূল্যনীতির ফলে অর্থনীতিতে প্রভাব এবং কৃষিকাজের মোট ব্যয়ের কমপক্ষে ৫০ শতাংশ লাভ নিশ্চিত করা হয় ।

২০১৮-১৯ সালের কেন্দ্রীয় বাজেটে ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন ব্যয়ের দেড়গুণ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় । সরকার সেই নিয়ম অনুযায়ী দেশের সর্বত্র পরিস্থিতি বিবেচনা করে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ কৃষিবর্ষের জন্য খরিফ ও রবি মরশুমের সব শস্যের এবং অন্যান্য বাণিজ্যিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে । এই নীতি অনুসরণ করে সরকার পয়াল জুন খরিফ মরশুমের সব ফসলের বর্ধিত ন্যূনতম সহায়ক মূল্য (২০২০-২১ বাজারজাত করার বর্ষের জন্য) ঘোষণা করেছে ।

ন্যূনতম সহায়ক মূল্য সার্বিক ভাবে সারা দেশের জন্য নির্ধারণ করা হয় । এক্ষেত্রে কোন নির্দিষ্ট অঞ্চল বা রাজ্যের কথা ভাবা হয় না । যে ২২টি ফসলের গত ৩ বছর ধরে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ১৪ রকমের খরিফ শস্য (সাধারণ এবং গ্রেড এ ধান, শঙ্কর ও মালডান্ডি প্রজাতির জোয়ার, বাজরা, ভুট্টা, রাগী, অরহড়, মুগ, বিউলির ডাল, খোসা সুদ্ধ বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিল, নাইজের বীজ, মাঝারি ও বড় আঁশ যুক্ত কাপাস), ৬ রকমের রবিশস্য (গম, বারলি, দানাশস্য, মশুরডাল, রেপসিড ও সর্ষে, সূর্যমুখী) এবং দুরকমের বাণিজ্যিক ফসল (পাট ও নারকেলের শুষ্ক শীষ) । এছাড়াও সর্ষে এবং নারকেলের শুষ্ক সিসের দামের ওপর ভিত্তি করে টোরিয়া এবং খোসা সুদ্ধ নারকেলের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয় ।  

লোকসভায় রবিবার এক প্রশ্নের লিখিত জবাবে এতথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর ।

 

 

CG/CB/AS



(Release ID: 1657479) Visitor Counter : 619