কৃষিমন্ত্রক
কৃষি ক্ষেত্রে মহামারীর প্রভাব
Posted On:
21 SEP 2020 2:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২০
লকডাউনের সময় দেশে কৃষি ক্ষেত্রে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রাক্-বর্ষা ও বর্ষার সময় সুষ্ঠুভাবে বীজ বপণ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে। লকডাউনের সময় কৃষি সংক্রান্ত কাজকর্মকে অধিকাংশ বিধিনিষেধ বা শর্তাবলী থেকে ছাড় দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে ২০১৯-২০’তে জাতীয় আয়ের প্রাথমিক তথ্যানুযায়ী ২০২০-২১ এর প্রথম ত্রৈমাসিকে কৃষিকাজ ও সহযোগী ক্ষেত্রে মূল্য সংযুক্তির অগ্রগতির হার ৩.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।
কৃষি কাজে নিযুক্ত শ্রমিকদের এমজিএনআরইজিএ এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সহায়তা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির আওতায় গত ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ কোটি ১৯ লক্ষ কৃষক পরিবার লাভবান হয়েছে। লকডাউনের সময় এই কর্মসূচির আওতায় সুফলভোগীদের গত ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪১ হাজার ৮৬ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় লকডাউনের সময় ৫ হাজার ৩২৬ কোটি ৭০ লক্ষ টাকার দাবি-দাওয়া মেটানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৫০ শতাংশের পরিবর্তে ৯০ শতাংশ হারে প্রিমিয়াম ভর্তুকি প্রদান করবে।
লোকসভায় গতকাল এক লিখিত জবাবে এই তথ্য দেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
CG/BD/SB
(Release ID: 1657335)
Visitor Counter : 238