অর্থমন্ত্রক

২০২০-২১ অর্থবর্ষের অবশিষ্ট প্রথমার্ধের জন্য (১১ মে থেকে ৩০ সেপ্টেম্বর) সরকরি ডেটেড ঋণপত্র ইস্যু সংক্রান্ত বর্ষপঞ্জি সংশোধনের সিদ্ধান্ত

Posted On: 08 MAY 2020 6:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ মে, ২০২০

 

 


কেন্দ্রীয় সরকারের আর্থিক অবস্থা ও বিভিন্ন চাহিদা পর্যালোচনা করে এবং রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে পরামর্শক্রমে সরকার ডেটেড তথা  নির্দিষ্ট  সময়সীমা ভিত্তিক দীর্ঘমেয়াদী ঋণপত্র ইস্যু সংক্রান্ত  বর্ষপঞ্জি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত বর্ষপঞ্জি নিম্নরূপ –
সরকারির ডেটেড ঋণপত্র ইস্যু সংক্রান্ত নির্দেশক বর্ষপঞ্জি প্রকাশিত


(১১ মে, ২০২০ – ৩০ সেপ্টেম্বর, ২০২০)
ক্রমিক সংখ্যা
নিলামের সপ্তাহ
পরিমাণ
(কোটি টাকায়)
সিকিউরিটি অনুযায়ী বন্টন

১১ মে – ১৫ মে, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা

১৮ মে – ২২ মে, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা

২৫ মে – ২৯ মে, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা

১ জুন – ৫ জুন, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা

৮ জুন – ১২ জুন, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা

১৫ জুন – ১৯ জুন, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা

২২ জুন – ২৬ জুন, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা

২৯ জুন – ৩ জুলাই, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা

৬ জুলাই – ১০ জুলাই, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
১০

১৩ জুলাই – ১৭ জুলাই, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা
১১

২০ জুলাই – ২৬ জুলাই, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
১২

২৭ জুলাই – ৩১ জুলাই, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা
১৩
৩ আগস্ট – ৭ আগস্ট, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
১৪

১০ আগস্ট – ১৪ আগস্ট, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা
১৫

১৭ আগস্ট – ২১ আগস্ট, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
১৬

২৪ আগস্ট – ২৮ আগস্ট, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা
১৭

৩১ আগস্ট – ৪ আগস্ট, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
১৮

৭ সেপ্টেম্বর – ১১ সেপ্টেম্বর, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা
১৯

১৪ সেপ্টেম্বর – ১৮ সেপ্টেম্বর, ২০২০
৩০,০০০
৫ বছরের সিকিউরিটির জন্য ১২ হাজার কোটি টাকা



১৪ বছরের সিকিউরিটির জন্য ১১ হাজার কোটি টাকা



৩০ বছরের সিকিউরিটির জন্য ৭ হাজার কোটি টাকা
২০

২১ সেপ্টেম্বর – ২৫ সেপ্টেম্বর, ২০২০
৩০,০০০
২ বছরের সিকিউরিটির জন্য ৩ হাজার কোটি টাকা



১০ বছরের সিকিউরিটির জন্য ১৮ হাজার কোটি টাকা



৪০ বছরের সিকিউরিটির জন্য ৫ হাজার কোটি টাকা



বন্ড সংক্রান্ত ফ্লোটিং রেটের জন্য ৪ হাজার কোটি টাকা

মোট :
৬,০০,০০০


সেই অনুযায়ী, বর্ষপঞ্জির আওতাধীন প্রতিটি নিলামের ক্ষেত্রে অ-প্রতিযোগিতামূলক দরপত্র ঘোষণা কর্মসূচী বহাল থাকবে এবং প্রজ্ঞাপিত অর্থের ৫ শতাংশ সংরক্ষিত থাকবে নির্দিষ্ট খুচরো লগ্নিকারীদের জন্য।


অতীতের মত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারত সরকারের সঙ্গে আলোচনা করে উপরিউক্ত ক্যালেন্ডারের প্রেক্ষিতে লগ্নিকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী ক্যালেন্ডার সংশোধন করে সমগ্র প্রক্রিয়ায় আরও নমনীয়তা  আনবে । দরপত্র আহ্বানের সময় শেয়ারের উল্লিখিত মূল্য, কোন সময়ের মধ্যে এই শেয়ার জারি করা হচ্ছে তার মেয়াদ, ম্যাচিউরিটি প্রভৃতি ক্ষেত্রে লগ্নিকারীদের আরও বেশি আকৃষ্ট করাই এর উদ্দেশ্য। এখানে উল্লেখ করা প্রয়োজন, পরিস্থিতি অনুযায়ী ক্যালেন্ডারের বিষয় সমূহে পরিবর্তন করা হতে পারে।


কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেকটি সিকিউরিটি শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের মধ্যে অতিরিক্ত সাবকিপশন অনুযায়ী ২০০০ কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি মানি হিসেবে রাখার অধিকার রিজার্ভ ব্যাঙ্কের রয়েছে।


রিজার্ভ ব্যাঙ্ক ও ভারত সরকারের সিকিউরিটি সংক্রান্ত সংশোধিত ক্যালেন্ডার প্রকাশের ফলে ২০২০-২১ অর্থবর্ষে বাজার থেকে ঋণ গ্রহণের আনুমানিক পরিমাণ দাঁড়াবে ২০২০-২১-এর বাজেট হিসেবে ৭,৮০,০০০ কোটি টাকার পরিবর্তে ১২ লক্ষ কোটি টাকা। ঋণ গ্রহণের ক্ষেত্রে সংশোধিত হিসেব কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল।

 

 


CG/BD/AS



(Release ID: 1622474) Visitor Counter : 157