সংস্কৃতিমন্ত্রক

রাজা রবি ভার্মার ১৭২তম জন্মবার্ষিকীতে তাঁর শিল্প কর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 30 APR 2020 9:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২০

 

 


নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট তার ওয়েবসাইটে বিশিষ্ট চিত্রকর ও শিল্পী রাজা রবি ভার্মার ১৭২তম জন্মবার্ষিকীতে বিভিন্ন শিল্প কর্ম প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। ওয়েবসাইট-ভিত্তিক এই প্রদর্শনীতে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের কাছে থাকা রাজা রবি ভার্মার সমস্ত শিল্প কর্ম তুলে ধরা হয়েছে।


উল্লেখ করা যেতে পারে, রাজা রবি ভার্মা কেরলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিল্পকলায় ইউরোপীয় শিল্প নৈপুণ্যের প্রভাব রয়েছে। কিন্তু একথা অনস্বীকার্য যে, তৈলচিত্রের মধ্য দিয়ে রাজা রবি ভার্মা সম্পূর্ণ এক পৃথক শিল্প নৈপুণ্যের নিদর্শন রেখেছিলেন। তাঁর শিল্পকলায় একদিকে যেমন হিন্দু পৌরাণিক ঘটনাবলীর চিত্র ফুটে উঠেছে, অন্যদিকে তেমনই ইউরোপীয় ধারার কিছু  কল্পনাও ধরা পড়েছে। শিল্প বিশেষজ্ঞরা মনে করেন, রাজা রবি ভার্মার নাটকীয় ঐতিহাসিক আলোকচিত্র দাদাসাহেব ফালকের মতো ভারতীয় সিনেমার পথিকৃৎ ব্যক্তিদেরও প্রভাবিত করেছিল। রাজা রবি ভার্মার কর্মকুশলতা কেবল তৈলচিত্র অঙ্কনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন একজন কবি, পণ্ডিত এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি।

 

 


CG/BD/SB



(Release ID: 1620040) Visitor Counter : 101