• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Others

নকশালবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট প্রতিকারনীতি

Posted On: 25 OCT 2025 15:33 PM

২৫ অক্টোবর, ২০২৫

 

ভূমিকা

 

কেন্দ্রীয় সরকার নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্বাসন, এই তিনটি স্তম্ভের সমন্বয়ে ভারতের নকশাল দমন কৌশলে আমূল পরিবর্তন এনেছে। অতীতের বিচ্ছিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলি পরিত্যাগ করে, সরকার এখন একীভূত সংলাপ-নিরাপত্তা-সমন্বয়- ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। লক্ষ্য, ২০২৬-এর মার্চের মধ্যে সমস্ত প্রভাবিত জেলাকে নকশাল-মুক্ত করা।

এই নীতি আইনশৃঙ্খলা রক্ষার দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক একত্রীকরণ, তিনটির উপরই সমান গুরুত্ব দেয়। এটি প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ থেকে সক্রিয় নির্মূলের দিকে এক মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন তুলে ধরে।

১০ বছরে নকশাল হিংসার হ্রাস

গত দশকে নিরাপত্তা বাহিনী ও উন্নয়নমূলক উদ্যোগের সমন্বিত প্রচেষ্টায় নকশাল হিংসা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০০৪–২০১৪ ও ২০১৪–২০২৪ সময়কালের তুলনায় সহিংস ঘটনার সংখ্যা ১৬,৪৬৩ থেকে কমে ৭,৭৪৪-এ নেমেছে, নিরাপত্তা কর্মীর মৃত্যু ১,৮৫১ থেকে ৫০৯-এ এবং অসামরিক মৃত্যুর সংখ্যা ৪,৭৬৬ থেকে ১,৪৯৫-এ নেমে এসেছে। এটি প্রভাবিত অঞ্চলে শান্তি ও শাসন পুনঃপ্রতিষ্ঠার এক স্পষ্ট দৃষ্টান্ত।

শুধু ২০২৫ সালেই নিরাপত্তা বাহিনী ২৭০-জন নকশালকে নির্মূল করেছে, ৬৮০-জনকে গ্রেপ্তার করেছে এবং ১,২২৫ জনের আত্মসমর্পণ নিশ্চিত করেছে। অপারেশন ব্ল্যাক ফরেস্টের মতো বড় অভিযানের পাশাপাশি ছত্তিশগড়ের বিজাপুর ও মহারাষ্ট্রে ব্যাপক আত্মসমর্পণের ঘটনা প্রমাণ করে যে সশস্ত্র বিদ্রোহীরা ক্রমশ জীবনের  মূলধারায ফিরে আসার প্রতি আস্থা অর্জন করছে।

শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামো ও প্রযুক্তিগত অগ্রগতি

কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পরিকাঠামোর উপর গুরুত্ব নকশালবিরোধী লড়াইয়ে নির্ণায়ক ভূমিকা নিয়েছে। গত দশকে ৫৭৬-টি সুরক্ষিত থানা নির্মিত হয়েছে এবং ছ বছরে ৩৩৬-টি নতুন নিরাপত্তা শিবির স্থাপন করা হয়েছে। নকশালপ্রভাবিত জেলার সংখ্যা ২০১৪-এর ১২৬ থেকে ২০২৪-এ কমে দাঁড়িয়েছে মাত্র ১৮; এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত জেলা এখন মাত্র ছটি। রাতের সময় হেলিকপ্টার অবতরণের জন্য ৬৮-টি হেলিপ্যাড নির্মাণের ফলে গতিশীলতা ও অভিযানের প্রতিক্রিয়া সময় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলি এখন নকশালদের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য লোকেশন ট্র্যাকিং, মোবাইল ডেটা বিশ্লেষণ, বৈজ্ঞানিক কল লগ পরীক্ষা, ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণের মত আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে। বিভিন্ন ময়নাতদন্ত ও প্রযুক্তিভিত্তিক সংস্থার সহায়তায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযানের দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, ড্রোন নজরদারি, স্যাটেলাইট ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ ব্যবহারের মাধ্যমে জরিপ ও কৌশলগত পরিকল্পনা আরও কার্যকর হয়েছে।

নকশাল-এর অর্থ জাল ভেঙে ফেলার কৌশল

নকশালবাদের আর্থিক জাল-বিস্তার সুসংগঠিতভাবে ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা বা এন আই-এর একটি বিশেষ শাখা ₹৪০ কোটির সম্পত্তি জব্দ করেছে, আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ই ডি ₹১২ কোটির সম্পদ বাজেয়াপ্ত করেছে। রাজ্য প্রশাসনগুলিও ₹৪০ কোটির সম্পদ বাজেয়াপ্ত করেছে। তথাকথিত ‘আরবান নকশাল’- দের মানসিক ও প্রচারমূলক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষমতা বৃদ্ধি ও রাজ্য সমর্থন

রাজ্য বাহিনীকে শক্তিশালী করা কেন্দ্রের বাম চরমপন্থা নীতির মূল ভিত্তি। প্রতিরক্ষা ব্যয় প্রকল্পের অধীনে গত ১১ বছরে ₹৩,৩৩১ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। আগের দশকের তুলনায় এটি ১৫৫% বেশি। বিশেষ পরিকাঠামো উদ্যোগের অধীনে ₹৯৯১ কোটি অনুমোদিত হয়েছে বিশেষ বাহিনী, গোয়েন্দা শাখা ও সুরক্ষিত থানার জন্য।

২০১৭–১৮ থেকে ₹১,৭৪১ কোটির প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ₹৪৪৫ কোটি বিতরণ করা হয়েছে। বিশেষ কেন্দ্রীয় সহায়তার অধীনে ₹৩,৭৬৯ কোটি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়েছে, পাশাপাশি, "ACALWEMS" উদ্যোগের অধীনে ₹১২২.২৮ কোটি ক্যাম্প অবকাঠামো ও ₹১২.৫৬ কোটি স্বাস্থ্যসেবায় বরাদ্দ করা হয়েছে।

পরিকাঠামো উন্নয়ন

নকশালপ্রভাবিত এলাকায় সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে পরিকাঠামোর উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সড়ক সংযোগ: ২০১৪–২০২৫ সালের মধ্যে ১২,০০০ কিমি রাস্তা সম্পন্ন হয়েছে; মোট ১৭,৫৮৯ কিমির জন্য ₹২০,৮১৫ কোটি অনুমোদিত।

মোবাইল সংযোগ: দুই ধাপে ২,৩৪৩-টি ২জি টাওয়ার নির্মিত হয়েছে ₹৪,০৮০ কোটি ব্যয়ে; ২০২২ সালে ২,৫৪২-টি ৪জি টাওয়ার অনুমোদিত হয়েছে ₹২,২১০ কোটিতে, যার মধ্যে ১,১৩৯-টি চালু হয়েছে।
এছাড়া, এল ডব্লু ই অঞ্চলে ৮,৫২৭-টি ৪জি টাওয়ার অনুমোদিত হয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তি: ১,০০৭-টি ব্যাংক শাখা, ৯৩৭-টি এটিএম, ৩৭,৮৫০ জন ব্যাংকিং প্রতিনিধি ও ৫,৮৯৯-টি ডাকঘর ৯০ জেলায় চালু হয়েছে।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন: কৌশল বিকাশ যোজনা-র অধীনে ₹৪৯৫ কোটি বরাদ্দে ৪৮-টি আই টি আই ও ৬১-টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে; এর মধ্যে ৪৬-টি আই টি আই ও ৪৯-টি কেন্দ্র চালু।

নিরাপত্তা ও বাস্তবায়ন: ১০৮-টি মামলার তদন্তে ৮৭-টি চার্জশিট দাখিল হয়েছে। ২০১৮ সালে গঠিত বাস্তারিয়া ব্যাটেলিয়ন-এ ১,১৪৩-জন স্থানীয় যুবক ভর্তি হয়েছে।

নকশাল যোগাযোগ ব্যবস্থার নিষ্ক্রিয়করণ, এলাকা পুনর্দখল ও পুনর্বাসন নিশ্চিত করা

নিরবচ্ছিন্ন অভিযানের মাধ্যমে সরকার তিন দশক ধরে নকশাল প্রভাবিত বহু এলাকা পুনর্দখল করছে। “খোঁজ, লক্ষ্য, দমন” কৌশলের ফলে, শীর্ষ নকশাল নেতাদের সনাক্ত করে নির্মূল করা সম্ভব হয়েছে। অপারেশন অক্টোপাস, ডাবল বুল ও চক্রবাঁধা সফলতার নজির স্থাপন করেছে।

বুঢ়া পাহাড়, পরশনাথ, বরামসিয়া ও চক্রবাঁধা নকশাল- মুক্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে আবুজমাড় অঞ্চলে, যা ছিল নকশালদের শেষ ঘাঁটি। পি এল জি এ তাদের বিজাপুর ও সুকমার মূল এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে। ২০২৪ সালের টি সি ও সি অভিযানও ব্যর্থ হয়েছে।

সে বছর ২৬-টি বড় সংঘর্ষে নিরাপত্তা বাহিনী বহু শীর্ষ নকশালকে নিষ্ক্রিয় করেছে, যার মধ্যে ছিল —

একজন স্থানীয় সমিতির সদস্য 

পাঁচজন উপস্থানীয় সমিতির সদস্য 

দুজন রাজ্য সমিতির সদস্য 

৩১-জন বিভাগ সমিতির সদস্য 

৫৯-জন আঞ্চলিক সমিতির সদস্য 

২০২৫ সালে এখন পর্যন্ত ৫২১- জন নকশাল আত্মসমর্পণ করেছে; গত দুই বছরে ছত্তিশগড়ে ১,০৫৩ জন আত্মসমর্পণ করেছে। পুনর্বাসিতদের মধ্যে উচ্চপদস্থদের জন্য ₹৫ লাখ, মধ্য ও নিম্নপদস্থদের জন্য ₹২.৫ লাখ এবং তিন বছরের জন্য মাসিক ₹১০,০০০ জলপানি দেওয়া হচ্ছে।

সমাপ্তি 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নকশালবিরোধী অভিযান এখন নিরাপত্তা, উন্নয়ন ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে এক সমন্বিত আন্দোলনে রূপ নিয়েছে। শক্তিশালী পরিকাঠামো, 
আধুনিক প্রযুক্তি, লক্ষ্যভিত্তিক বাস্তবায়ন ও সহানুভূতিশীল পুনর্বাসনের সমন্বয়ে সরকার একসময় সংঘাতপূর্ণ অঞ্চলগুলিকে সুযোগের কেন্দ্রে 
পরিণত করেছে।

কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টার ফলে ২০২৬-এর মার্চের মধ্যে নকশাল-মুক্ত ভারত গঠনের লক্ষ্য এখন নাগালের মধ্যে। এটি সুদৃঢ় শাসন ও শান্তি ও উন্নয়নের প্রতি এক দশকের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।

তথ্যসূত্র:


****

SSS/RS/   ....

(Factsheet ID: 150430) Visitor Counter : 3


Provide suggestions / comments
Read this explainer in : English , हिन्दी , Urdu
Link mygov.in
National Portal Of India
STQC Certificate