লোকসভা সচিবালয়
লোকসভার অধ্যক্ষর লালা লাজপত রাইকে শ্রদ্ধা নিবেদন
प्रविष्टि तिथि:
28 JAN 2026 2:13PM by PIB Kolkata
নয়াদিল্লি,২৮ জানুয়ারি, ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ ‘পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইকে তাঁর জন্মদিনে সংবিধান সদনের সেন্ট্রাল হলে শ্রদ্ধা নিবেদন করেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ, সার ও রাসায়নিক দপ্তরের মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, বর্তমান ও ভূতপূর্ব সাংসদরা সহ বিশিষ্টজনেরাও লালা লাজপত রাই-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং রাজ্যসভার মহসচিব শ্রী পি সি মোদীও শ্রদ্ধা নিবেদন করেন। লোকসভার সচিবালয় থেকে প্রকাশিত হিন্দি এবং ইংরেজিতে লালা লাজপত রাই-এর ওপর রচিত একটি পুস্তিকা বিশিষ্টজনেদের দেওয়া হয়।
১৯৫৬ সালের ১৭ নভেম্বর সংসদ ভবনের সেন্ট্রাল হলে তদানিন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালা লাজপত রাই-এর এই প্রতিকৃতিটির আবরণ উন্মোচন করেন।
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2220862)
आगंतुक पटल : 3