প্রধানমন্ত্রীরদপ্তর
কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
28 JAN 2026 2:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরালার আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভিডিও ভাষণ দিলেন। এই প্রতিষ্ঠান আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে তিনি মন্তব্য করেন। জনকল্যাণে আয়ুর্বেদের প্রয়োগের ক্ষেত্রে আর্য বৈদ্যশালের প্রতিষ্ঠাতা বিদ্যারত্নম পি এস ভারিয়ের-এর অবদান স্মরণ করেন তিনি।
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।
আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবর্ষে প্রধানমন্ত্রী সেখানকার চিকিৎসক, নার্স এবং কর্মীদের শুভেচ্ছা জানান। কেরালার মানুষ যেভাবে আয়ুর্বেদ বিজ্ঞানকে সংরক্ষণ করে চলেছেন তা অত্যন্ত আনন্দদায়ক বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ভারতের চিরাচরিত চিকিৎসা বিজ্ঞানকে অবহেলার চোখে দেখা হতো। গত ১০-১১ বছরে ছবিটা পাল্টেছে। বর্তমানে আয়ুষ মন্ত্রকের আওতায় আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, সিদ্ধা এবং যোগব্যায়ামের মতো নিরাময় পদ্ধতির প্রসারে নিরন্তর কাজ চলেছে। এপ্রসঙ্গে তিনি জাতীয় আয়ুষ মিশনের সূচনা, দেশজুড়ে ১২০০-র বেশি আয়ুষ কেন্দ্র চালু হওয়ার কথা উল্লেখ করেন। অন্য হাসপাতালগুলিতেও ধীরে ধীরে আয়ুষ চিকিৎসা প্রণালী চালু হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সরকারের এইসব পদক্ষেপের দরুণ ভারতের চিরাচরিত চিকিৎসা বিজ্ঞান সারা বিশ্বে ক্রমশ আরও মান্যতা পাচ্ছে এবং এই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতে আয়ুষ রপ্তানি প্রসার পরিষদ গড়ে তোলা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৪-য় এদেশ থেকে আয়ুষ এবং ভেষজ পণ্যের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩,০০০ কোটি টাকা। বর্তমানে এই অঙ্কটি ৬,৫০০ কোটি টাকায় পৌঁছেছে এবং তার সুবাদে বিশেষভাবে উপকৃত হচ্ছেন এদেশের কৃষকরা। সারাবিশ্বের মানুষ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আরও বেশি করে যাতে এদেশে আসেন সেজন্য আয়ুষ ভিসা চালু করার মতো পদক্ষেপ নিয়েছে সরকার।
ব্রিকস, জি-২০-র মতো আন্তর্জাতিক মঞ্চে সরকার আয়ুর্বেদ সংক্রান্ত বিভিন্ন বিষয়কে গর্বের সঙ্গে তুলে ধরছে এবং গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেছেন।
সম্প্রতি ঘোষিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি বিশ্বের আঙিনায় ভারতের এই সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতিকে আরও জনপ্রিয় করে তুলতে সহায়ক হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। এরফলে ইউরোপের বিভিন্ন জায়গায় আয়ুষ কেন্দ্র স্থাপনার পথ আরও প্রশস্ত হবে বলে তিনি মন্তব্য করেছেন।
সিএসআইআর এবং আইআইটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে আর্য বৈদ্যশাল যেভাবে আয়ুর্বেদ সংক্রান্ত গবেষণাকে এগিয়ে নিয়ে চলেছে তা প্রশংসার দাবি রাখে এবং এক্ষেত্রে আয়ুষ মন্ত্রক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এক্ষেত্রে ক্যান্সার চিকিৎসার একটি উৎকর্ষকেন্দ্র স্থাপন বড় পদক্ষেপ বলে তিনি মনে করেন।
পরিবর্তনশীল দুনিয়ায় আয়ুর্বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ঐতিহ্য এবং আধুনিকতার এই মেলবন্ধনে আর্য বৈদ্যশাল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তাঁর মন্তব্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকর সহ বিশিষ্ট জনেরা।
SC/ AC/AG
(रिलीज़ आईडी: 2219636)
आगंतुक पटल : 6