রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট-কে আপ্যায়িত করলেন রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 27 JAN 2026 10:03PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ জানুয়ারী, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের সাধারণতন্ত্র দিবসের দুই প্রধান অতিথি- ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসূলা ভন দের লেয়েন-কে স্বাগত জানান। তাঁদের সম্মানে নৈশভোজেরও আয়োজন করেন রাষ্ট্রপতি। 

সাধারণতন্ত্র দিবস উদযাপনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই প্রথমবার উপস্থিত থাকলেন। এই বিষয়টি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ভারত এবং ইউরোপ কেবলমাত্র সমকালের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পরের সঙ্গে যুক্ত নয়; গণতন্ত্র, বহুপাক্ষিকতা এবং মুক্ত অর্থনীতির মূল্যবোধের মাধ্যমেও আবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিসরে এই বিষয়গুলি দুপক্ষের কাছেই দিশা নির্দেশকারী। বিগত দুদশকে দুপক্ষের কৌশলগত অংশীদারিত্ব অভূতপূর্ব মাত্রায় দৃঢ় হয়েছে। সুস্থিত এবং নিয়মানুগ আন্তর্জাতিক ব্যবস্থাপনার প্রতি ভারত ও ইউরোপীয় ইউনিয়ন দায়বদ্ধ। বিশ্বজোড়া অনিশ্চয়তার মধ্যে সুস্থিতির পথে এগোনো দুপক্ষেরই দায়িত্ব। 

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের মূল বিষয় হল, আর্থিক সহযোগিতা এবং এক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির ঐতিহাসিক সম্পাদন একটি বড় মাইলফলক বলে রাষ্ট্রপতি মনে করেন। আজকের দুনিয়ায় অর্থনৈতিক চালচিত্রে প্রযুক্তির প্রভাব অত্যন্ত বেশি এবং সেজন্যই দায়িত্বশীল উদ্ভাবনমূলক উদ্যোগের ক্ষেত্রে ভারত ও ইউরোপ একযোগে কাজ করতে পারে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন রোধে অর্থায়নের বিষয়েও ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্বন্বয় ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। 

তিন নেতাই মনে করেন যে, ভারত-ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্ব আগামীদিনে আরও মজবুত হয়ে উঠবে। মানবকেন্দ্রিক উন্নয়ন দুপক্ষেরই আদর্শ।    

রাষ্ট্রপতির ভাষণের জন্য এখানে ক্লিক করুন .......
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jan/doc2026127772301.pdf 

 

SC/ AC/AG


(रिलीज़ आईडी: 2219496) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam