PIB Headquarters
সাইবার হুমকির বিরুদ্ধে ভারতের অগ্রনী রক্ষক সার্ট-ইন
নিরাপদ, বিশ্বাসযোগ্য ও দায়বদ্ধ সাইবার পরিবেশ নির্মাণ
प्रविष्टि तिथि:
23 JAN 2026 9:45AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
- ২০২৫ সালে CERT-In (সার্ট-ইন) প্রায় ২৯ লক্ষ ৪৪ হাজার সাইবার ঘটনার মোকাবিলা করেছে। এই সময়ে ১,৫৩০-টি সতর্কবার্তা, ৩৯০-টি দুর্বলতা সংক্রান্ত নোট এবং ৬৫-টি পরামর্শ জারি করা হয়েছে। এটি দেশের বৃহৎ সাইবার প্রতিক্রিয়া সক্ষমতাকে প্রতিফলিত করে।
- মোট ২৩১-টি সাইবার নিরাপত্তা নিরীক্ষা সংস্থা তালিকাভুক্ত হয়েছে। এর ফলে, গুরুত্বপূর্ণ তথ্য ও সংযোগ প্রযুক্তি পরিকাঠামোয় নিরীক্ষা ও ঝুঁকি মূল্যায়নের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
- সাইবার স্বচ্ছতা কেন্দ্র দেশের ডিজিটাল জনসংখ্যার ৯৮ শতাংশকে আওতায় এনেছে। মোট ১৪২৭-টি সংস্থা যুক্ত হয়েছে। ম্যালওয়্যার অপসারণ সরঞ্জাম ডাউনলোড হয়েছে প্রায় ৮৯৫৫০০০-টি।
- কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হুমকি চিহ্নিতকরণ, সাইবার স্থিতিস্থাপকতা, বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা কাঠামো এবং নাগরিক-কেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থার জন্য সার্ট-ইনের কাজ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। বিশ্ব অর্থনৈতিক মঞ্চ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে।
ভূমিকা
ভারতের দ্রুত ডিজিটাল রূপান্তর শাসনব্যবস্থা, বাণিজ্য এবং নাগরিক পরিষেবাকে নতুন রূপ দিয়েছে। ডিজিটাল লেনদেন, ই-বানিজ্য এবং অনলাইন সরকারি পরিষেবা আজ দৈনন্দিন জীবনের অঙ্গ।
ডিজিটাল ব্যবহারের বিস্তার সাইবার সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছে। অনলাইন প্রতারণা, ফিশিং বা প্রতারণার সাহায্যে ব্যক্তিগত তথ্য চুরি করা, রযানসমওয়্যারের মতো ক্ষতিকারক সফ্টওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জালিয়াতি এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামোর উপর হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার শক্তিশালী নীতি, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং কার্যকর সক্ষমতা গড়ে তুলেছে। লক্ষ্য একটাই। নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা।
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে ভারতীয় কম্পিউটার জরুরি প্রতিক্রিয়া দল বা সার্ট-ইন এই কাঠামোর কেন্দ্রবিন্দু। তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর অধীনে সার্ট-ইন জাতীয় সাইবার প্রতিরক্ষার দায়িত্ব পালন করে।
আজকের ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তিগত বিষয় নয়। এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জন-আস্থার মূল স্তম্ভ।
ভারতের বিস্তৃত ডিজিটাল পরিসর
গত এক দশকে ভারতে ইন্টারনেট সংযোগের সংখ্যা দ্রুত বেড়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।
মোবাইল তথ্য ব্যবহারে ভারত বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
এই অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। তাই কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ অর্থবর্ষে সাইবার নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।
এই পরিসরে সার্ট-ইন দেশের সাইবার নিরাপত্তা কাঠামোর মূল স্তম্ভ। আর্থিক ক্ষেত্রের জন্য সিএসআইআরটি- ফিন এবং বিদ্যুৎ ক্ষেত্রের জন্য সিএসআইআরটি-পাওয়ার সাইবার সুরক্ষাকে আরও শক্তিশালী করেছে।
জাতীয় সাইবার নিরাপত্তায় সার্ট-ইনের মূল দায়িত্ব
সার্ট-ইন ভারতের জাতীয় সাইবার দুর্ঘটনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সংস্থা।
এর প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে:
- সাইবার আক্রমণ প্রতিরোধ
- হুমকি পর্যবেক্ষণ
- বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়
- নাগরিক ও সংস্থার মধ্যে সচেতনতা বৃদ্ধি
- আন্তর্জাতিক সহযোগিতা
- প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন
- সাইবার স্বাস্থ্য বজায় রাখা
- আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান
এই কাজগুলির মাধ্যমে সার্ট-ইন দ্রুত ক্ষতি নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় এবং সম্পূর্ণ ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
২০২৫ সালের গুরুত্বপূর্ণ সাফল্য:
সাইবার দুর্ঘটনার মোকাবিলা-
২০২৫ সালে প্রায় ২৯ লক্ষের বেশি ঘটনার সমাধান
সাইবার নিরীক্ষা-
২৩১-টি সংশাপ্রাপ্ত নিরীক্ষা সংস্থা তালিকাভুক্ত
দক্ষতা বৃদ্ধি-
২০ হাজারের বেশি আধিকারিক ও বিশেষজ্ঞকে প্রশিক্ষণ
মহড়া ও প্রস্তুতি-
১২২-টি সাইবার মহড়া
সচেতনতা, ৯০ হাজারের বেশি নাগরিক ও কর্মীর অংশগ্রহণ
প্রাতিষ্ঠানিক কাঠামো-
- সাইবার স্বচ্ছতা কেন্দ্র নাগরিকদের জন্য বিনামূল্যে সুরক্ষা সরঞ্জাম দেয়।
- জাতীয় সাইবার সমন্বয় কেন্দ্র হুমকি পর্যবেক্ষণ করে।
- বিভাগভিত্তিকভাবে ও রাজ্যস্তরের সাইবার প্রতিক্রিয়া দল সক্রিয় রয়েছে।
- সাইবার সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা বড় আক্রমণের সময় পথনির্দেশ দেয়।
এই সমন্বিত ব্যবস্থাই ভারতের ডিজিটাল পরিবেশকে সুরক্ষিত রাখে।
আন্তর্জাতিক স্বীকৃতি
- বিশ্ব অর্থনৈতিক মঞ্চ সার্ট-ইনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যবস্থার প্রশংসা করেছে।
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় সার্ট-ইন অংশ নিয়েছে।
- ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছে।
সমাপ্তি
সাইবার হুমকির জটিলতা যত বাড়ছে, সার্ট-ইনের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
প্রতিরোধ, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার, এই চার স্তম্ভের উপর ভিত্তি করে সার্ট-ইন ভারতের ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত করছে।
এই ধারাবাহিক প্রয়াস ভারতের সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল আগামী নিশ্চিত করছে।
তথ্যসূত্র
Ministry of Electronics and Information Technology
Ministry of Communications
Ministry of Home Affairs
PIB Headquarters:
the420.in
click here to see pdf
SSS/RS.....
(रिलीज़ आईडी: 2218085)
आगंतुक पटल : 7