প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বালাসাহেব ঠাকরের জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 23 JAN 2026 8:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বালাসাহেব ঠাকরের জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“মহান বালাসাহেব ঠাকরের জন্ম শতবার্ষিকীতে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি,  মহারাষ্ট্রের আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে তিনি এক নতুন রূপ দিয়েছিলেন।

তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুরধার বাগ্মিতা এবং আপসহীন দৃঢ় প্রত্যয়ের জন্য পরিচিত বালাসাহেব মানুষের সঙ্গে এক অনন্য যোগাযোগ গড়ে তুলেছিলেন। রাজনীতি ছাড়াও বালাসাহেবের সংস্কৃতি, সাহিত্য এবং সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসা ছিল। কার্টুন শিল্পী হিসেবে সমাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বিষয়ে তাঁর বলিষ্ঠ ভাবনার প্রতিফলন দেখা যায়।

মহারাষ্ট্রের অগ্রগতিতে তাঁর ভাবনা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে এবং তা পূরণ করার জন্য আমরা সর্বদা কাজ করে যাব।”

 

SC/MP/NS…


(रिलीज़ आईडी: 2217777) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada