শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিসেম্বর ২০২৫- এ ৮টি প্রধান শিল্পক্ষেত্রের সূচক (ভিত্তি বর্ষ : ২০১১-১২= ১০০)

प्रविष्टि तिथि: 20 JAN 2026 5:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জানুয়ারী, ২০২৬ 

 

৮টি প্রধান শিল্পের ক্ষেত্রে (ইন্ডেক্স অফ কোর ইন্ডাস্ট্রিস - আইসিআই) সম্মিলিত সূচক ২০২৫-এর ডিসেম্বরে আগের বছরের ডিসেম্বরের তুলনায় ৩.৭ শতাংশ (প্রাথমিক হিসেব) বৃদ্ধি পেয়েছে। ২০২৫-এর ডিসেম্বরে সিমেন্ট, ইস্পাত, বিদ্যুৎ, সার এবং কয়লা ক্ষেত্রে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 

আইসিআই-এ যে ৮টি প্রধান শিল্পক্ষেত্রকে ধরা হয় সেগুলি হল কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারে উৎপাদিত পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ। শিল্পোৎপাদন সূচক (ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান-আইআইপি) পরিমাপের ক্ষেত্রে এই ৮টি শিল্পের আপেক্ষিক গুরুত্ব ৪০.২৭ শতাংশ। 

৮টি মূল শিল্পক্ষেত্রের সূচক ২০২৫-এর নভেম্বরে বেড়েছে ২.১ শতাংশ। ক্রমপুঞ্জিত (কিউমুলেটিভ) ভিত্তিতে আইসিআই ২০২৫-২৬-এর এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২.৬ শতাংশ (প্রাথমিক হিসেব)। 
৮টি মূল শিল্পক্ষেত্রে সূচকের সংক্ষিপ্তসার এই রকম : 
কয়লা – কয়লা উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ১০.৩৩ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৩.৬ শতাংশ বেড়েছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ০.৭ শতাংশ কমেছে আগের বছরের একই সময়ের তুলনায়।  

অপরিশোধিত তেল - অপরিশোধিত তেল উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ৮.৯৮ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৫.৬ শতাংশ কমেছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ১.৯ শতাংশ কমেছে আগের বছরের একই সময়ের তুলনায়।   

প্রাকৃতিক গ্যাস - প্রাকৃতিক গ্যাস উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ৬.৮৮ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৪.৪ শতাংশ কমেছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ৩.২ শতাংশ কমেছে আগের বছরের একই সময়ের তুলনায়।    
 
পেট্রোলিয়াম সংশোধনাগারে উৎপাদিত পণ্য - পেট্রোলিয়াম সংশোধনাগারে উৎপাদিত পণ্যের উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ২৮.০৪ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ১.০ শতাংশ কমেছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ০.১ শতাংশ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়।    

সার - সারের উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ২.৬৩ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৪.১ শতাংশ বেড়েছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ১.৭ শতাংশ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়।

ইস্পাত - ইস্পাত উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ১৭.৯২ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৬.৯ শতাংশ বেড়েছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ৯.৫ শতাংশ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়।  

সিমেন্ট -  সিমেন্ট উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ৫.৩৭ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ১৩.৫ শতাংশ বেড়েছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ৮.৮ শতাংশ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। 

বিদ্যুৎ -  বিদ্যুৎ উৎপাদন (আপেক্ষিক গুরুত্ব : ১৯.৮৫ শতাংশ) ২০২৫-এর ডিসেম্বরে ৫.৩ শতাংশ বেড়েছে ২০২৪-এর ডিসেম্বরের তুলনায়। ক্রমপুঞ্জিত ভিত্তিতে সূচক ২০২৫-২৬-এর এপ্রিল-ডিসেম্বর সময়কালে ০.৩ শতাংশ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়।  

উল্লেখ্য ১ :  নভেম্বর ২০২৫-এর তথ্য চূড়ান্ত, ২০২৫-এর ডিসেম্বরের তথ্য প্রাথমিক ভিত্তিতে পাওয়া। মূল শিল্পক্ষেত্রগুলির সূচক পরিমার্জিত হয় সংশ্লিষ্ট সূত্র থেকে সাম্প্রতিকতম তথ্য পাওয়ার পর। 

উল্লেখ্য ২ : ২০২৪-এর এপ্রিল থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত তথ্যের মধ্যে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ সংক্রান্ত তথ্যাদিও অন্তর্ভুক্ত। 

উল্লেখ্য ৩ : শিল্পভিত্তিক আপেক্ষিক গুরুত্বের মাধ্যমে আইআইপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রের গুরুত্ব বোঝানো হয়। আইসিআই-এর ৮টি ক্ষেত্রের মোট গুরুত্ব ধরা হয় ১০০। এরপর শতাংশের ভিত্তিতে হিসেব করা হয়। 

উল্লেখ্য ৪ :  ২০১৯-এর মার্চ থেকে নতুন একটি পণ্য হট রোলড পিকেলড অ্যান্ড অয়েলড (এইআরপিও) সংক্রান্ত তথ্যাদি ইস্পাত উৎপাদন সংক্রান্ত তথ্যাদির মধ্যে অন্তর্ভুক্ত। 

উল্লেখ্য ৫ :  জানুযারী ২০২৬-এর সূচক প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।  
     

SC/AC/AG


(रिलीज़ आईडी: 2216828) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी